Skip to main content

Human body and history 100 questions

ইতিহাসের  50 টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

1. ভারতের লৌহমানব নামে পরিচিত ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল।
2. গোয়া ভারতের অন্তর্গত হয় 1961 সালে।
3. জে এন চৌধুরীর নেতৃত্বে অপারেশন বিজয় শুরু হয় গোয়ায়।
4. ব্রিটিশ ভারতে দেশীয় রাজ্যের সংখ্যা ছিল 601টি।
5. ভারতের বৃহত্তম দেশীয় রাজ্য ছিল হায়দ্রাবাদ।
6. "The Marginal Man" বা :"প্রান্তিক মানব"- গ্রন্থের লেখক হলেন প্রফুল্ল চক্রবর্তী।
7. "Train to Pakistan"- গ্রন্থের লেখক হলেন খুশবন্ত সিং ।
8. রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয় 1953 সালে।
9. দেশীয় রাজ্য ছিল না বোম্বে।
10. "The Discovery of India" গ্রন্থের লেখক হলেন জওহরলাল নেহেরু।
11. অন্ধ্রপ্রদেশ রাজ্য গঠিত হয় 1953 সালে।
12. স্বাধীন ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্য হল অন্ধ্রপ্রদেশ।
13. রাজ্য পুনর্গঠন কমিশনের সভাপতি ছিলেন ফজল আলী।
14. রাজ্য পুনর্গঠন আইন পাস হয় 1956 সালে।
16. জুনাগড় ভারতের অন্তর্গত হয় 1949 সালে।
17. "ছেড়ে আসা গ্রাম"- গ্রন্থের রচয়িতা হলেন দক্ষিনারঞ্জন বসু।
18. ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন ডঃ রাজেন্দ্র প্রসাদ।
19. "উদবাস্তু" গ্রন্থের লেখক হলেন হিরন্ময় বন্দ্যোপাধ্যায়।
20. স্বাধীনতা লাভের সময় ভারতে ফরাসি উপনিবেশ ছিল পন্ডিচেরি।
21. হায়দ্রাবাদের ভারতভুক্তির কথা ঘোষণা করা হয় 1950 সালের 26 জানুয়ারি।
22. "Midnights Childern" গ্রন্থের লেখক হলেন সলমন রুশদি।
23. "পাথওয়ে টু পাকিস্তান" গ্রন্থের লেখক হলেন চৌধুরী খালিকুজ্জামান।
24. ভারতের শেষ গভর্নর জেনারেল ছিলেন লর্ড মাউন্টব্যাটেন।
25. "নীলকন্ঠ পাখির খোঁজে" গ্রন্থের লেখক হলেন অতীন বন্দ্যোপাধ্যায়।
26. ভারতের স্বাধীনতা ঘোষণার সময়  ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন ক্লিমেন্ট এটলি।
27. নাগাল্যান্ড রাজ্য গঠিত হয় 1963 সালে।
28. 1947 সালে ভারতের প্রধানমন্ত্রী ছিলেন ভি. পি. মেনন।
29. কাশ্মীর ভারতভুক্ত হয় 26 অক্টোবর।
30. গুজরাট রাজ্য গঠিত হয় 1960 সালে।
31. "পাকিস্তান অর পার্টিশন অফ ইন্ডিয়া" গ্রন্থের লেখক ডঃ বি. আর. আম্বেদকর।
32. "জাগরী" উপন্যাসের লেখক হলেন সতীনাথ ভাদুরী।
33. গণপরিষদের প্রথম সভাপতি ছিলেন ডঃ রাজেন্দ্র প্রসাদ।
34. পাঞ্জাবে শিখ আন্দোলনে নেতৃত্ব দিয়েছিল আকালি দল।
35. ভারতের সংবিধান কার্যকর হয় 1950 সালের 26শে জানুয়ারি
36. স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল চক্রবর্তী রাজাগোপালাচারী।
37. স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড মাউন্টব্যাটেন।
38. স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহেরু।
38. 1948 সালের 18 সেপ্টেম্বর জয়ন্তনাথ চৌধুরীর নেতৃত্বে ভারতীয় সেনা হায়দ্রাবাদ রাজ্যটি দখল করে।
39. রাজ্য পুনর্গঠন কমিশনের সভাপতি ছিলেন ফজল আলী, কে. এম. পানিক্কর ও হৃদয়নাথ কুঞ্জরু।
40. স্বাধীন ভারতের প্রথম আইনমন্ত্রী ছিলেন ডঃ বি. আর. আম্বেদকর।
41. ভারতের স্বাধীনতা আইন পাস হয় 1947 সালের 18 ই জুলাই।
42. এস. কে. দরের নেতৃত্বে ভাষাভিত্তিক প্রদেশ কমিশন গড়ে উঠেছে।
43. চন্দননগর ভারতের অন্তর্গত হয় 1949 সালে।
44. মেজর জে. এন. চৌধুরীর নেতৃত্বে ভারতীয় সেনা গোয়া দখল করে ।
45. জুনাগড় ভারতের অন্তর্গত হয় গনভোটের দ্বারা।
46  দেশীয় রাজ্য জুনাগড় গুজরাটের কাথিয়াবাড় উপদ্বীপে অবস্থিত।
47. ভারতে দ্বিভাষা নীতি গ্রহণ করেছিলেন ইন্দিরা গান্ধী।
48. 1967 সালে দ্বিভাষা নীতি গ্রহণ করা হয়।
49. "টোবা টেক সিং" গ্রন্থের রচয়িতা সাদাত হাসান মান্টো।
50. "কেয়া পাতার নৌকা" রচনা করেন প্রফুল্ল রায়।




চাকরির উপযোগী প্রশ্ন করি আমরা পোস্ট করি
মানুষের শরীর সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন


১। হাড় সংখ্যা - ২০৬
২। পেশী সংখ্যা - ৬৩৯
৩। কিডনি সংখ্যা - ২
৪। দুধ দাঁতের সংখ্যা - ২০
৫। পাঁজড় সংখ্যা - ২৪ (১২ জোড়া)
৬। হৃদয়ের চেম্বার সংখ্যা - ৪
৭। স্বাভাবিক রক্তচাপ - ১২০/৮০
৮। রক্তের PH - ৭.৪
৯। মেরুদন্ড মেরুদন্ডের সংখ্যা - ৩৩
১০। নেক মধ্যে #Vertebrae সংখ্যা - ৭ টি
১১। মাঝারি কানের হাড়ের সংখ্যা - ৬
১২। মুখে হাড় #সংখ্যা - ১৪
১৩। স্কাল মধ্যে হাড় সংখ্যা - ২২
১৪। বুকে হাড় সংখ্যা - ২৫
১৫। অস্ত্র হাড় সংখ্যা - ৬
১৬। মানুষের প্রতিটি কানের ভিতরে ৩টি করে হাড় থাকে। এগুলোর নাম হলঃ ম্যালিয়াস, ইনকাস, স্টেপিস (কানের বাহির থেকে ভিতরের দিকে সিরিয়াল অনুযায়ী। মনে রাখার সূত্র: MIS।)
২ কানে মোট ৬ টি হাড় থাকে। এগুলোর মধ্যে স্টেপিস হল মানব দেহের ক্ষুদ্রতম হাড়। 
১৭। মানুষের বাহুতে পেশীর সংখ্যা - ৭২
১৮। হৃদয়ের পাম্প সংখ্যা - ২
১৯। বৃহত্তম #অঙ্গ - চামড়া
২০। বৃহত্তম গ্রান্তি - লিভার
২১। ছোট কোষ - রক্তের কোষ
২২। বৃহত্তম #কোষ - ডিম সেল (ডিম্ব)
২৩। ছোট হাড় - স্ট্যাপ
২৪। সর্বাধিক #ধমনী - বারোটাবারোটা
২৫। আমাদের দেহের রক্তে একটি সমুদ্রের সম পরিমাণ লবন রয়েছে।
২৬। দৈনিক আমাদের হৃদপিণ্ড ১০০বার করে আমাদের দেহে রক্ত ঘুরিয়ে ফিরিয়ে প্রবাহিত করে।
২৭। আমাদের চোখের একটি পাপড়ি ১৫০ দিন বেঁচে থাকে। এর পর নিজে থেকেই ঝড়ে পড়ে।
২৮। আমাদের চোখের ওপর ভ্রুতে তে ৫০০ টি লোম আছে।
২৯। ১০০ বিলিয়ন এর অদিক নার্ভ সেল নিয়ে আমাদের দেহ গঠিত।
৩০। মানুষ চোখ খুলে হাঁচি দিতে পারেনা।
৩১। পাথর থেকে মানুষের দেহের হাড় ৪ গুণ বেশি শক্তিশালী।
৩২। আমরা যখন খাবার খাই আমাদের মুখে সে খাবারের স্বাদ ১০ দিন পর্যন্ত থাকে।
৩৩। মানুষ হাঁটুর ক্যাপ ছাড়া জন্মগ্রহণ করে এবং তা ২ থেকে ৬ বছর পর্যন্ত দেখা যায়না।
৩৪। মানব শিশু বসন্ত কালে দ্রুত বৃদ্ধি পায়।
৩৫। আমাদের চোখ সবসময় একই রকম থাকে কিন্তু কান ও নাক বৃদ্ধি পাওয়া কখনোই থেমে থাকেনা।
৩৬। আমরা জন্মগ্রহণ করি ৩০০ হাড় নিয়ে কিন্তু প্রাপ্ত বয়স্ক হওয়ার পর আমাদের দেহে ২০৬ টি হাড় থাকে।
৩৬। আমাদের মাথার খুলি ২৬ ধরণের ভিন্ন ভিন্ন হাড় দিয়ে তৈরি।
৩৮। আমাদের হাতের নখে যেই পদার্থ আছে ঠিক সেই পদার্থ দিয়ে আমাদের চুল তৈরি হয়ে থাকে, ফলে হাত এবং চুল উভয়ই একই জিনিস তবে দুইটির ঘনত্ব আলাদা।
৩৯। অবাক হবেন না, আমরা যখন হাঁচি দেই তখন আমাদের শরীরের ভিতর সমস্ত ধরণের কাজ বন্ধ হয়ে যায় এমনকি হার্টবীটও থেমে যায়।
৪০। মানুষের দেহের সবচেয়ে শক্তিশালী পেশি হচ্ছে জিহ্বা।
৪১। একজন সুস্থ স্বাভাবিক মানুষ প্রতিদিন ৬ বার বাথরুমে যায়।
৪২। আমাদের মুখ থেকে পেটে খাদ্য পৌছাতে মাত্র ৭ সেকেন্ড সময় লাগে।
৪৩। প্রাপ্তবয়স্কদের থেকে শিশুদের মুখে যেকোন খাবারের স্বাদ থাকে বেশি।
৪৪। মানুষ হাঁচি দিলে যে বাতাস বের হয় তা প্রতি ঘণ্টায় ১০০ মাইল গতিতে বাহির হয়।
৪৫।মানব দেহের সবচেয়ে বড় হাড় হল উরুর হাড় (Thighbone)। এর নাম হল ফিমার। 
৪৬। আমাদের শরীরের ক্ষুদ্রতম হাড় হল কানের হাড়।
৪৭। রাতের তুলনায় সকালে আমাদের দেহ লম্বা হয় দ্রুত।
৪৮।মুত্র প্রস্তুত হয় কিডনীতে। মুত্র হলুদ দেখায় বিলিরুবিনের জন্য।
৪৯। নার্ভের মাধ্যমে প্রবাহিত আবেগের গতি প্রতি সেকেন্ডে ১২৫ মিটার।

৫০। একজন সুস্থ মানুষের একটি হৃদ কম্পন সম্পূর্ণ হতে কত সময় ০.৪ সেকেন্ড। 



Comments

Popular posts from this blog

Gk

                                 উত্তম মন্ডল [4/28, 9:10 AM] ‪+91 98510 42829‬: গান্ধী হত্যাকারী নাথুরাম গডসের কিছু জবানবন্দী :- ********************************************** পাঞ্জাবের অম্বালা কারাগারে নাথুরাম গডসে এবং নারায়ন আপ্তেকে ফাঁসিতে ঝোলানো হয়েছিল ১৫ই নভেম্বর, ১৯৪৯ খ্রীস্টাব্দে। মৃত্যুর সময় তারা উচ্চারন করেছিল, "অখণ্ড ভারত অমর রাহে, বন্দেমাতরম।" বিচারপতি জি.ডি. খোসলা ভেবেছিলেন নাথুরাম উচ্চতর আদালতে আত্মপক্ষের সমর্থনে আবেদন করবেন কিন্তু জবানবন্দী দেবার পরে নাথুরাম গডসে কোন অবেদন করেন নি। ৩০২ ধারায় তাকে দোষী সাব্যস্ত করা হয়। গান্ধী হত্যার পরে নাথুরাম গডসেকে আদালতে তুলে প্রধান বিচারপতি জি.ডি খোসলা আত্মপক্ষ সমর্থনের জন্য কিছু বলতে বলেন। প্রায় একসপ্তাহ ধরে চলেছিল এই বিচার পর্ব। গান্ধীজীকে হত্যার পেছনে একটা দুটো নয় অন্ততপক্ষে ১৫০ টা কারন দেখিয়ে ছিলেন নাথুরাম গডসে। নাথুরামের যুক্তি শুনে প্রধান বিচারপতি সহ আদালতে উপস্থিত ব্যক্তিবর্গ আশ্চর্যচকিত হয়ে গেছিলেন। শেষে বিচারপতি খোসলা বলেন, "আদালতে নাথুরামের জবানবন্দী সবচেয়ে আকর্ষনের জিনিস ছিল। আমি যদি উপস্থিত ব্যক্তিবর্

ভারতের উল্লেখযোগ্য নদী গুলির উৎপত্তিস্থল এবং ইম্পরট্যান্ট ন্যাশনাল পার্ক

ভারতের প্রধান নদনদী ভারতের প্রধান নদনদী♡ ~~~~~~~~~~~~~~~~~~                      ●সিন্ধু●                       """""""""" •মোট দৈর্ঘ্য-2880 কিমি,ভারতে 709কিমি •উৎপত্তিস্থল-তিব্বতের মানস সরোবরের নিকট সিন কা বাব নামক জলধারা,লাদাখের কাছে দিয়ে ভারতে প্রবেশ •উপনদী-শতুদ্র,বিপাশা,বিতস্তা,চন্দ্রভাগা,ইরাবতী,চেনা •পতিত হয়েছে-আরব সাগর               ●গঙ্গা(ভারতের দীর্ঘতম)●                 """""""""""""""""""""""""""'""" •মোট দৈর্ঘ্য-2510 কিমি, ভারতে 2017 কিমি •উৎপত্তিস্থল-কুমায়ুন হিমালয়ের গঙ্গোত্রি হিমবাহের গোমুখ গুহা •বামতীরের উপনদী-রামগঙ্গা,গোমতী,ঘর্ঘরা,গন্ডক,কোশী •ডানতীরের উপনদী-যমুনা ও শোন •পাশে অবস্থিত-হরিদ্বার;কানপুর,এলাহাবাদ,বারানসী,পাটনা,ভাগলপুর,কলকাতা(হুগলী নদী) •মুর্শিদাবাদের ধুলিয়ানের কাছে  ভাগ হয়েছে •অলকানন্দা ও ভাগিরথী মিলেছে দেবপ্রয়াগে •পতিত হয়েছে-বঙ্গোপোসাগরে