Skip to main content

Gk

উত্তম মন্ডল
গোবরাপটা

প্রশ্ন:- কংগ্রেস সমাজতন্ত্রী দলের একজন প্রতিষ্ঠাতার নাম কী ?
উত্তর:- কংগ্রেস সমাজতন্ত্রী দলের একজন প্রতিষ্ঠাতার নাম হল আচার্য নরেন্দ্র দেব ।
প্রশ্ন:- কংগ্রেস সমাজতন্ত্রী দলের প্রথম সাধারণ সম্পাদক কে ছিলেন ?
উত্তর:- কংগ্রেস সমাজতন্ত্রী দলের প্রথম সাধারণ সম্পাদক ছিলেন জয়প্রকাশ নারায়ণ ।
প্রশ্ন:- নিখিল ভারত কৃষকসভা কবে স্থাপিত হয় ?
উত্তর:- ১৯৩৬ খ্রিস্টাব্দে নিখিল ভারত কৃষকসভা স্থাপিত হয় ।
প্রশ্ন:- ১৯৩৮ সালে কংগ্রেস সভাপতি কে ছিলেন ?
উত্তর:- ১৯৩৮ সালে কংগ্রেস সভাপতি ছিলেন
সুভাষচন্দ্র বসু ।
প্রশ্ন:- সুভাষচন্দ্র বসু কাকে কংগ্রেস সভাপতি নির্বাচনে পরাজিত করেন ?
উত্তর:- গান্ধীজি সমর্থিত পট্টভি সিতারামাইয়াকে সুভাষচন্দ্র বসু কংগ্রেস সভাপতি নির্বাচনে পরাজিত করেন ।
প্রশ্ন:- সুভাষচন্দ্র বসু কোন কংগ্রেস অধিবেশনে প্রথম সভাপতি নির্বাচিত হন ?
উত্তর:- ১৯৩৮ খ্রিস্টাব্দে গুজরাটের হরিপুরাতে অনুষ্ঠিত কংগ্রেস অধিবেশনে সুভাষচন্দ্র বসু প্রথম সভাপতি নির্বাচিত হন ।
প্রশ্ন:- আইন অমান্য আন্দোলন যখন শুরু হয় তখন ভারতের ভাইসরয় কে ছিলেন ?
উত্তর:- আইন অমান্য আন্দোলন যখন শুরু হয় তখন ভারতের ভাইসরয় ছিলেন লর্ড আরউইন ।
প্রশ্ন:- আইন অমান্য আন্দোলনের একজন নেত্রীর নাম কী ?
উত্তর:- আইন অমান্য আন্দোলনের একজন নেত্রীর নাম হল সরোজিনী নাইডু ।
প্রশ্ন:- সর্ব ভারতীয় কৃষক সভার একজন নেতার নাম কী ?
উত্তর:- সর্ব ভারতীয় কৃষক সভার একজন নেতার নাম হল স্বামী সহজানন্দ সরস্বতী ।
প্রশ্ন:- ভগৎ সিং প্রতিষ্ঠিত বিপ্লবী দলটির নাম কী ছিল ?
উত্তর:- ভগৎ সিং প্রতিষ্ঠিত বিপ্লবী দলটির নাম ছিল হিন্দুস্থান সোসালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন ।
প্রশ্ন:- সুর্যসেন কী নামে পরিচিত ?
উত্তর:- মাস্টারদা সুর্যসেন নামে পরিচিত ।
প্রশ্ন:- ‘ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি’ বিপ্লবী দল কার নেতৃত্বে প্রতিষ্ঠিত হয় ?
উত্তর:- ‘ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি’ বিপ্লবী দল
মাস্টারদা সুর্যসেনের নেতৃত্বে প্রতিষ্ঠিত হয় ।
প্রশ্ন:- চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের নায়ক কে ছিলেন ?
উত্তর:- চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের নায়ক ছিলেন
মাস্টারদা সুর্যসেন ।
প্রশ্ন:- বি. আর. আম্বেদকর কোন সম্প্রদায়ের নেতা ছিলেন ?
উত্তর:- বি. আর. আম্বেদকর তপশিলী সম্প্রদায়ের নেতা ছিলেন ।
প্রশ্ন:- মহম্মদ আলি জিন্নাহ কোন দলের সভাপতি ছিলেন ?
উত্তর:- মহম্মদ আলি জিন্নাহ নিখিল ভারত মুসলিম লিগের সভাপতি ছিলেন ।
প্রশ্ন:- কত সালে মুসলিম লিগ প্রতিষ্ঠিত হয় ?
উত্তর:- ১৯০৬ সালের ৩০শে ডিসেম্বর মুসলিম লিগ প্রতিষ্ঠিত হয় ।
প্রশ্ন:- কত সালে নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠিত হইয়াছিল ?
উত্তর:- ১৯২০ সালে নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠিত হইয়াছিল ।
প্রশ্ন:- চৌদ্দ দফা দাবি কে উপস্থাপিত করেন ?
উত্তর:- চৌদ্দ দফা দাবি উপস্থাপিত করেন মহম্মদ আলি জিন্নাহ ।
প্রশ্ন:- গান্ধী-আরউইন চুক্তি কোন সালে স্বাক্ষরিত হয় ?
উত্তর:- ১৯৩১ খ্রিস্টাব্দের ৫ই মার্চ গান্ধী-আরউইন চুক্তি স্বাক্ষরিত হয়।
প্রশ্ন:- কবে দ্বিতীয় গোলটেবিল বৈঠক আহুত হয়েছিল ?
উত্তর:- ১৯৩১ খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে
দ্বিতীয় গোলটেবিল বৈঠক আহুত হয়েছিল ।
প্রশ্ন:- দ্বিতীয় গোলটেবিল বৈঠক কোথায় অনুষ্ঠিত হয় ?
উত্তর:- দ্বিতীয় গোলটেবিল বৈঠক লন্ডনে অনুষ্ঠিত হয় ।
প্রশ্ন:- দ্বিতীয় গোলটেবিল বৈঠকে কে যোগদান করেন ?
উত্তর:- দ্বিতীয় গোলটেবিল বৈঠকে গান্ধীজি
যোগদান করেন ।
প্রশ্ন:- পুণা চুক্তি কাদের মধ্যে সম্পাদিত হয় ?
উত্তর:- মহাত্মা গান্ধী ও ডঃ বি.আর. আম্বেদকরের মধ্যে পুণা চুক্তি সম্পাদিত হয় ।
প্রশ্ন:- তৃতীয় গোলটেবিল বৈঠক কবে অনুষ্ঠিত হয়েছিল ?
উত্তর:- ১৯৩২ খ্রিস্টাব্দের ১৭ই নভেম্বর তৃতীয় গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছিল ।
প্রশ্ন:- ১৯৩৪ খ্রিস্টাব্দে মুসলিম লিগের সভাপতি কে নির্বাচিত হয়েছিলেন ?
উত্তর:- মহম্মদ আলি জিন্নাহ ১৯৩৪ খ্রিস্টাব্দে মুসলিম লিগের সভাপতি নির্বাচিত হন ।
প্রশ্ন:- স্যার ইকবাল কে ছিলেন ?
উত্তর:- স্যার ইকবাল ছিলেন প্রখ্যাত উর্দুকবি ও চিন্তাবিদ এবং ভারতীয় মুসলমানদের জন্য স্বতন্ত্র রাষ্ট্রের প্রবক্তা ।
প্রশ্ন:- পাকিস্তান প্রস্তাব কে দেন ?
উত্তর:- কেমব্রিজের ভারতীয় ছাত্র চৌধুরী রহমৎ আলি পাকিস্তান প্রস্তাব দেন ।
প্রশ্ন:- ফরোয়ার্ড ব্লক কবে এবং কে প্রতিষ্ঠা করেন ?
উত্তর:- ১৯৩৯ খ্রিস্টাব্দে সুভাষচন্দ্র বসু
ফরোয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেন ।
প্রশ্ন:- ফরোয়ার্ড ব্লক কেন প্রতিষ্ঠিত হয় ?
উত্তর:- সুভাষচন্দ্র বসুর সঙ্গে গান্ধীজির মতবিরোধ দেখা দিলে সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে ফরোয়ার্ড ব্লক প্রতিষ্ঠিত হয় ।
প্রশ্ন:- ‘পন্থ প্রস্তাব’ কী ?
উত্তর:- ১৯৩৯ খ্রিস্টাব্দের মার্চে ত্রিপুরা কংগ্রেস অধিবেশনে গান্ধীজির প্রতি যে আস্থা-সূচক প্রস্তাব গৃহিত হয় তা ‘পন্থ প্রস্তাব’ নামে পরিচিত ।
প্রশ্ন:- কত খ্রিস্টাব্দে এবং কোন অধিবেশনে ‘পাকিস্তান প্রস্তাব’ প্রথম গৃহিত হয় ?
উত্তর:- ১৯৪০ খ্রিস্টাব্দের মার্চ মাসে মহম্মদ আলি জিন্নাহ -এর সভাপতিত্বে লাহোরে অনুষ্ঠিত মুসলিম লিগের অধিবেশনে প্রথম ‘পাকিস্তান প্রস্তাব’ গৃহিত হয় ।
প্রশ্ন:- দ্বিজাতি তত্ত্বের উদ্ভাবক কে ছিলেন ?
উত্তর:- দ্বিজাতি তত্ত্বের উদ্ভাবক ছিলেন স্যার সৈয়দ আহম্মদ খাঁ ।
প্রশ্ন:- মুসলিম লিগের লাহোর প্রস্তাবের গুরুত্ব কী ?
উত্তর:- ১৯৪০ খ্রিস্টাব্দের মার্চ মাসে মহম্মদ আলি জিন্নাহ -এর সভাপতিত্বে লাহোরে অনুষ্ঠিত মুসলিম লিগের অধিবেশনে প্রথম ‘পাকিস্তান প্রস্তাব’ গৃহিত হয় । এই প্রস্তাবে দ্বিজাতিতত্ত্বের ভিত্তিতে মুসলমান সম্প্রদায়ের জন্য পৃথক রাষ্ট্রের দাবি জানানো হয় ।
প্রশ্ন:- স্বাধীনতার পূর্বে কে দীর্ঘদিন কংগ্রেস সভাপতি ছিলেন ?
উত্তর:- স্বাধীনতার পূর্বে মৌলানা আবুল কালাম আজাদ দীর্ঘদিন কংগ্রেস সভাপতি ছিলেন । তিনি ১৯৪০ সাল থেকে ১৯৪৬ সাল পর্যন্ত কংগ্রেস সভাপতি ছিলেন ।
প্রশ্ন:- স্বাধীনতার প্রাক্কালে কংগ্রেস সভাপতি কে ছিলেন ?
উত্তর:- স্বাধীনতার প্রাক্কালে কংগ্রেস সভাপতি ছিলেন আচার্য জে.বি. কৃপালিনী ।
প্রশ্ন:- সীমান্ত গান্ধী নামে কে পরিচিত ?
উত্তর:- খান আব্দুল গফফর খান ‘সীমান্ত গান্ধী’ নামে পরিচিত ।
প্রশ্ন:- সীমান্ত গান্ধির অনুচরদের কী বলা হত ?
উত্তর:- সীমান্ত গান্ধির অনুচরদের ‘খোদা-ই-খিদমতগার’ বলা হত । এঁরা ‘লাল-কোর্তা নামেও পরিচিত ছিলেন ।
প্রশ্ন:- কোথায় ভারত ছাড়ো প্রস্তাব গৃহিত হয় ?
উত্তর:- বোম্বাই-এ নিখিল ভারত কংগ্রেস কমিটিতে ভারত ছাড়ো প্রস্তাব গৃহিত হয়।
প্রশ্ন:- ভারত ছাড়ো আন্দোলনের সময় কারা গণবিদ্রোহে মূল নেতৃত্ব দিয়েছিলেন ?
উত্তর:- জয়প্রকাশ নারায়ণ, অরুণা আসফ আলি, রামমনোহর লোহিয়া, অচ্যুত পটবর্ধন, নানা পাতিল প্রমুখ নেতৃবৃন্দ ভারত ছাড়ো আন্দোলনের গণবিদ্রোহে মূল নেতৃত্ব দিয়েছিলেন ।
প্রশ্ন:- ক্রিপস কমিশন কবে ভারতে আসে এবং এই মিশনের সদস্য কে ছিলেন ?
উত্তর:- ১৯৪২ খ্রিস্টাব্দের ২২শে মার্চ ক্রিপস কমিশন ভারতে আসে এবং এই মিশনের একমাত্র সদস্য ছিলেন ব্রিটিশ মন্ত্রীসভার সদস্য স্যার স্ট্যাফোর্ড ক্রিপস ।
প্রশ্ন:- ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ কে এবং কোথায় স্থাপন করেন ?
উত্তর:- ১৯৪২ খ্রিস্টাব্দের ১৫ই জুন ব্যাঙ্ককে প্রবাসী ভারতীয়দের নিয়ে বিপ্লবী রাসবিহারী বসু ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ প্রতিষ্ঠা করেন ।
প্রশ্ন:- আজাদ হিন্দ ফৌজ প্রথম কে গঠন করেন ?
উত্তর:- আজাদ হিন্দ ফৌজ প্রথম গঠন করেন
রাসবিহার বসু ।
প্রশ্ন:- ‘করেঙ্গে ইয়া মরেঙ্গে’ কে ডাক দিয়েছিলেন ?
উত্তর:- ১৯৪২ খ্রিস্টাব্দের অগাস্ট মাসে ভারত ছাড়ো আন্দোলনের প্রাক্কালে গান্ধীজি দেশবাসীর উদ্দেশ্যে ‘করেঙ্গে ইয়া মরেঙ্গে’ ডাক দিয়েছিলেন ।
প্রশ্ন:- আজাদ হিন্দ ফৌজ প্রথম কবে এবং কোথায় গঠিত হয় ?
উত্তর:- ১৯৪২ -এর ১ লা সেপ্টেম্বর রাসবিহারী বসু
সিঙ্গাপুরে আনুষ্ঠানিকভাবে আজাদ হিন্দ ফৌজ প্রথম গঠন করেন ।
প্রশ্ন:- নেতাজী নামে কে পরিচিত ?
উত্তর:- সুভাষচন্দ্র বসু নেতাজী নামে পরিচিত ।
প্রশ্ন:- ‘দিল্লী চলো’ কে ডাক দিয়েছিলেন ?
উত্তর:- ‘দিল্লী চলো’ ডাক দিয়েছিলেন নেতাজী সুভাষচন্দ্র বসু ।
প্রশ্ন:- আজাদ হিন্দ বাহিনীর রণধ্বনি কী ছিল ?
উত্তর:- আজাদ হিন্দ বাহিনীর রণধ্বনি ছিল ‘দিল্লী চলো’ ।
প্রশ্ন:- আজাদ হিন্দ ফৌজের বিচার কোথায় অনুষ্ঠিত হয় ?
উত্তর:- দিল্লীর লালকেল্লায় গঠিত বিশেষ সামরিক আদালতে আজাদ হিন্দ ফৌজের বিচার অনুষ্ঠিত হয় ।
প্রশ্ন:- কোন বছর নেতাজী সিঙ্গাপুরে স্বাধীন ভারতের অস্থায়ী সরকার প্রতিষ্ঠা করেন  ?
উত্তর:- ১৯৪৩ খ্রিস্টাব্দের ২১শে অক্টোবর
নেতাজী সিঙ্গাপুরে স্বাধীন ভারতের অস্থায়ী সরকার বা আজাদ হিন্দ সরকারের প্রতিষ্ঠা করেন ।
প্রশ্ন:- আজাদ হিন্দ সরকারের প্রতিষ্ঠা কবে এবং কার নেতৃত্বে হয় ?
উত্তর:- ১৯৪৩ খ্রিস্টাব্দের ২১শে অক্টোবর নেতাজী সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে সিঙ্গাপুরে আজাদ হিন্দ সরকারের প্রতিষ্ঠা করেন ।
প্রশ্ন:- আজাদ হিন্দ ফৌজ কর্তৃক অধিকৃত ব্রিটিশ ভারতের দুইটি স্থানের নাম লিখুন ।
উত্তর:- আজাদ হিন্দ ফৌজ কর্তৃক অধিকৃত ব্রিটিশ ভারতের দুইটি স্থানের নাম হল - ডিমাপুর ও কোহিমা

প্রশ্ন:- ‘ডিসকভারি অব ইন্ডিয়া’ গ্রন্থটি কার লেখা ?
উত্তর:- ‘ডিসকভারি অব ইন্ডিয়া’ গ্রন্থটির লেখক হলেন জওহরলাল নেহরু ।
প্রশ্ন:- ‘দি ইন্ডিয়ান স্ট্র্যাগল’ গ্রন্থটির রচয়িতা কে ?
উত্তর:- ‘দি ইন্ডিয়ান স্ট্র্যাগল’ গ্রন্থটির রচয়িতা হলেন সুভাষচন্দ্র বসু ।
প্রশ্ন:- শের-ই-বঙ্গাল নামে কে খ্যাত ?
উত্তর:- ফজলুল হক শের-ই-বঙ্গাল নামে খ্যাত ।
প্রশ্ন:- ভারতের নৌ-সেনাবাহিনীর বিদ্রোহ কবে এবং কোথায় শুরু হয় ?
উত্তর:- ১৯৪৬ খ্রিস্টাব্দের ১৮ই ফেব্রুয়ারি বোম্বাই-এ নৌ-সেনাবাহিনীর বিদ্রোহ শুরু হয় ।
প্রশ্ন:- ব্রিটিশ-মন্ত্রী মিশনের সদস্য কারা ছিলেন এবং তারা কবে ভারতে আসেন ?
উত্তর:- ব্রিটিশ-মন্ত্রী মিশনের সদস্য ছিলেন ভারতসচিব লর্ড পেথিক , ব্রিটিশ-বাণিজ্য সচিব স্যার স্ট্যাফোর্ড ক্রিপস ও নৌ-সচিব মিঃ এ.ভি. আলেকজান্ডার এবং এরা ১৯৪৬ খ্রিস্টাব্দের মার্চ মাসে ভারতে আসেন ।
প্রশ্ন:- ‘প্রত্যক্ষ সংগ্রাম’ দিবস কবে অনুষ্ঠিত হয় এবং ঐ দিন কী কান্ড ঘটে ?
উত্তর:- ১৯৪৬ খ্রিস্টাব্দের ১৬ অগাস্ট ভারতীয় মুসলিম লিগ প্রত্যক্ষ সংগ্রামের দিন ধার্য করলে ওই দিন কলকাতায় ব্যাপক সাম্প্রদায়িক দাঙ্গাহাঙ্গামা ও হত্যাকান্ড সংঘটিত হয় ।
প্রশ্ন:- অন্তর্বর্তী সরকার কখন এবং কার নেতৃত্বে গঠিত হয় ?
উত্তর:- ১৯৪৬ খ্রিস্টাব্দের ২রা সেপ্টেম্বর পন্ডিত জওহরলাল নেহরুর নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয় ।
প্রশ্ন:- নেতাজী আন্দামান দ্বীপপুঞ্জের কী নামকরণ করেন ?
উত্তর:- নেতাজী আন্দামান দ্বীপপুঞ্জের নামকরণ করেন ‘শহিদ দ্বীপ’ ।
প্রশ্ন:- নেতাজী নিকোবার দ্বীপপুঞ্জের কী নামকরণ করেন  ?
উত্তর:- নেতাজী নিকোবার দ্বীপপুঞ্জের নামকরণ করেন ‘স্বরাজ দ্বীপ’ ।
প্রশ্ন:- কোন জাহাজে প্রথম নৌ-বিদ্রোহ দেখা দেয় ?
উত্তর:- ‘এম. ভি. তলোয়ার’ নামক জাহাজে প্রথম নৌ-বিদ্রোহ দেখা দেয় ।
প্রশ্ন:- ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন ?
উত্তর:- ভারতের শেষ ভাইসরয় ছিলেন লর্ড মাউন্টব্যাটেন ।
প্রশ্ন:- ভারত বিভাগের সিদ্ধান্ত কবে এবং কে ঘোষণা করেন ?
উত্তর:- ১৯৪৭ খ্রিস্টাব্দের ৩রা জুন ভারতের শেষ ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেন ভারত বিভাগের সিদ্ধান্ত ঘোষণা করেন ।
প্রশ্ন:- ভারতের স্বাধীনতা আইন কবে পাশ হয় ?
উত্তর:- ১৯৪৭ সালের ১৮ই জুলাই ভারতের স্বাধীনতা আইন পাশ হয় ।
প্রশ্ন:- কোন আইনের মাধ্যমে ভারতবর্ষ স্বাধীনতা অর্জন করে ?
উত্তর:- ভারতীয় স্বাধীনতা আইন (১৯৪৭) -এর মাধ্যমে ভারতবর্ষ স্বাধীনতা অর্জন করে ।
প্রশ্ন:- ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন ?
উত্তর:- ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন
পন্ডিত জওহরলাল নেহরু
শর্টকাট টেকনিক : পদার্থ বিজ্ঞান

1.ভেক্টর রাশি টেকনিকঃ
ভবে সব প্রিয়তম ভাসে প্রেমের ও জলে

# ভ →তে-ভরবেগ
# বে →তে-বেগ
# স →তে-সরন
# ব →তে-বল
# প্রিয় →তে-পিষ্ঠটান
# ত →তে-ত্বরন
# ম →তে-মন্দন
# ভা →তে-ভ্রামক
# সে →তে-সান্দ্রতা
# প্রেমের →প্রাবাল্য
# ও জলে→ওজন

2. চুম্বক পদার্থ টেকনিকঃ
নিচুলোক

# নি→নিকেল
# চু→চুম্বক
# লো→লোহা
# ক →কোবাল্ট

উত্তম মন্ডল

#### some general knowledge question+answer for upcoming exams ###
____________________√
প্রশ্ন ১ : নীল বিদ্রোহের সময়কাল কত সাল?
উত্তর : ১৮৫৯
প্রশ্ন ২ : সারভেন্টস অফ ইন্ডিয়া সমিতির প্রতিষ্ঠাতা কে?
উত্তর : গোপাল কৃষ্ণ গোখলে
প্রশ্ন ৩ : চিত্তরঞ্জন কীসের জন্য বিখ্যাত?
উত্তর : লোকোমোটিভ
প্রশ্ন ৪ : বাঘা যতিন নামে কে পরিচিত ছিলেন?
উত্তর : যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়
প্রশ্ন ৫ : ভারত কী BRIC -এর সদস্য?
উত্তর : হ্যাঁ
প্রশ্ন ৬ : ডান্ডি অভিযান কবে হয়?
উত্তর : ১২ মার্চ, ১৯৩০
প্রশ্ন ৭ : অমিত্রঘাত কার উপাধি ছিল?
উত্তর : বিন্দুসার
প্রশ্ন ৮ : ভারত সভার প্রতিষ্ঠাতা কে?
উত্তর : সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
প্রশ্ন ৯ : গুণরাজ খাঁ উপাধি কে পান?
উত্তর : মালাধর বসু
প্রশ্ন ১০ : নরমাল স্যালাইন হল সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ, এর মাত্রা কত?
উত্তর : ১%
প্রশ্ন ১১ : তাপ্তি কোন সাগরে পড়েছে?
উত্তর : আরব সাগরের খাম্বাত উপসাগরে
প্রশ্ন ১২ : বিশ্বের বৃহত্তম ব-দ্বীপ কোনটি?
উত্তর : গাঙ্গেয় ব-দ্বীপ
প্রশ্ন ১৩ : বর্তমান ভারত কে লিখেছেন?
উত্তর : স্বামী বিবেকানন্দ
প্রশ্ন ১৪ : সবুজ গ্রন্থি কী?
উত্তর : রেচন অঙ্গ
প্রশ্ন ১৫ : শবরি গিরি কোথায়?
উত্তর : কেরালা
প্রশ্ন ১৬ : To make headway বলতে কী বোঝায়?
উত্তর : অগ্রগতি, উন্নতি
প্রশ্ন ১৭ : লাইসোজ়োম কী?
উত্তর : কোশের পাচনকেন্দ্র
প্রশ্ন ১৮ : Cupellation কীসের সঙ্গে যুক্ত?
উত্তর : ধাতু নিষ্কাশন
প্রশ্ন ১৯ : কোশের কোন অংশে শ্বসন সম্পন্ন হয়?
উত্তর : মাইটোকন্ড্রিয়া
প্রশ্ন ২০ : অমুক্তমাল্যদা কে রচনা করেন?
উত্তর : কৃষ্ণদেব রায়
উত্তম মন্ডল


#Group_C_SPECIAL
*কাশ্মীরের আকবর কাকে বলা হত?
-জয়নাল আবেদিন কে
*ভারতের কোন রাজ্যে সর্বাধিক কফি উৎপাদিত হয়?
-কর্ণাটক
*কোয়না জলবিদ্যুত প্রকল্প কোন রাজ্যে অবস্থিত ?
-মহারাষ্ট্র
*কততম সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতে ভোটদানের বয়স 21 থেকে কমিয়ে 18 বছর করা হয়?
-61তম
*কাকে ভারতীয় জাতীয়তাবাদে জনক বলা হয়?
-সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
*গীতগোবিন্দ এর রচয়িতা কে?
-জয়দেব
*আরাবল্লি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ?
-গুরুশিখর
*পৃথিবীর সর্বাধিক লবণাক্ত জলের হ্রদের নাম কী?
-মরুসাগর
*লক্ষ্নৌ শহর কোন নদীর তীরে অবস্থিত?
-গোমতী নদীর
*পশ্চিমবঙ্গের কোথায় তুরগা জলবিদ্যুৎ প্রকল্প তৈরি হতে চলেছে?
-পুরুলিয়ায়
*Note উত্তম মন্ডল

ম্যাথম্যাটিকস : ঘড়ির কাটা ও
মিনিটের কাটার মধ্যেবর্তী কোন
নির্ণয়ের জন্য
=============================
জেনে রাখুনঃ
--------------------------------------------
★ টেকনিকঃ
11*M - 60*H
= ----------------
2
এখানে,
M= প্রশ্নে উল্লেখিত মিনিট
H= প্রশ্নে উল্লেখিত ঘন্টা
(দ্রষ্টব্যঃকোনের মান (-)মাইনাস
হলে (-) মাইনাস বাদ
দিতে হবে এবং কোন কোনের মান
১৮০° এর
উপরে হলে তা ৩৬০° হতে বিয়োগ
করলে
কোনের মান পাওয়া যাবে।)
------------------------------
------------------
★মনে রাখুনঃ **ঘড়ির ২টি ঘন্টার
দাগের
মধ্যেবর্তী কোন=৩০°
**ঘড়ির কেন্দ্রে উৎপন্ন কোন=৬০°
**উদাহরনঃ ২ টা ১৫ মিনিটের সময়
ঘন্টার কাটা ও
মিনিটের কাটায় কত ডিগ্রি কোন
উৎপন্ন করে?
★মধ্যেবর্তী কোন=
11*M - 60*H
= ----------------
2
11*15 - 60*2
= ----------------
2
= 165 - 120
2
45
= -------
2
=22 ²/¹ (ডিগ্রি)।

উত্তম স্যার




~*~ English Literature ~*~
---------------------------
1. Father of English Novel ---
→ Henry Fielding
2. Father of English Poem--
→ Geoffrey Chaucer
3. Poet of poets ---
→ Edmund Spenser
4. English Epic poet ---
→ John Milton
5. Both a poet and painter ---
→ Blake
6. Famous mock heroic poet in English Literature ---
→ Alexander Pope
7. The poet of nature in English Literature
---
→ William Wordsworth
8. Poet of beauty in English Literature ---
→ John Keats
9. Rebel poet in English Literature ---
→ Lord Byron
10. Poet of Skylark and Winds---
→ P.B. Shelley
11. Father of Modern English Literature ---
→ G.B. Shaw
12. Most translated author of the world ---
→ V. I. Lenin
13. Bard of Avon ----
→ William Shakespeare
14. Poet of Love/ Metaphysical Poet---
→ John Donne
15. Father of English Criticism ---
→ John Dryden
16. Father of Romanticism ---
→ Coleridge & Wordsworth
17. The Founder of English Prose---
→ Alfred the Great
18. First Sonneteer in English Literature ---
→ Sir Thomas Wyatt
19. Poet of Super naturalism / Opium Eater---
→ S.T. Coleridge
20. Father of English Tragedy ---
→ Christopher Marlowe
21. Father of English Eassay ---
→ Francis Bacon
22. The Greatest Modern Dramatist ---
→ GeorYge Bernard Shaw
Hit Like ►Exam Affairs - Government JOB
Djuttam9

CURRENT AFFAIRS SUGGESTION FOR SLST--GROUP--C EXAM 2017-
1 .ভারতের প্রথম মহিলা বক্সার হিসাবে অলিম্পিকে পদক জয়লাভ করেন কে?
Ans-সাক্ষী মালিক।
2.2 016সালের জন‍্য  দাদাসাহেব ফালকে পুরস্কার লাভ করেন কে?
Ans-মনোজকুমার।
3.জম্বুকাশ্মীরের বর্তমান মুখ্যমন্ত্রী কে?
Ans-মেহেবুবা মুফতি।
4.ভারতীয় অলিম্পিক কমিটির বর্তমান প্রেসিডেন্ট কে?
Ans-এন রামচন্দ্রন।
5.ভারতের প্রথম ডিজিটাল রাজ‍্য কোনটি?
Ans-গোয়া।
6.2020 সালে summer Olympics কোথায় আয়োজিত হবে?
Ans-টোকিও।
7.International Olympics committee এর প্রথম ভারতীয় মহিলা প্রধান কে?
 Ans-নীতা আম্বানি।
8.জাতীয় সদভাবনা দিবস কোন দিন পালিত হয়? Ans-20 August.
9.2015 সালের জন্য সরস্বতী পুরস্কার কে পেয়েছেন?
Ans-পদ্মা সচদেব।
10."Youth voter festival 2016"- কোথায় আয়োজিত হয়েছে?
Ans-নাগাল্যান্ড।
11.2016 সালের জন্য মরোন্ওর অশোক চক্র সন্মান কে ভূষিত হয়েছেন?
Ans-হাবিলদার হান পান দাদা।
12.2016 সালের জন্য তামিল রত্ম সন্মান কে পেয়েছেন?
Ans-সুরকার এ আর রহমান।
13.অসমের ব‍র্তমান রাজ্যপাল কে?
Ans-বনয়ারি লাল পুরোহিত।
14.2016-সালে কাবাডি বিশ্বকাপ কোথায় আয়োজিত হয়েছে?
Ans-ভারতে।
15.কেন্দ্র সরকার 26 মে,2 016 সালে সা্রাদেশে কয়টি নতুন "IIT "-কলেজ স্থাপনের সিদ্ধান্ত নিয়েছেন?
Ans-6টি।
16 2016-সালে অষ্টম ব্রিকস সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে?
Ans-গোয়া।
17.নেপালের প্রথম মহিলা প্রধান বিচারপতি কে?
Ans-সুশিলা কার্কি।
18.ভারতের প্রথম ভূগর্ভস্থ মিউজিয়াম কোথায় খোলা হবে?
Ans-নতুন দিল্লি।
19.উওর প্রদেশ সরকার রানী লক্ষীবাঈ পুরস্কারের জন্য কার নাম ঘোষনা করেছে?
Ans-সাক্ষী মালিক।
20.51তম জনপথ  পুরস্কারে কে ভূষিত হয়েছেন?
Ans-রঘুবীর চৌধুরী।
21.ভারতীয় দূরদর্শনের বর্তমান জেনারেল কে?
Ans-সুপ্রিয়া সাহু।
22.2016 সালের জন্য সঙ্গীত কলানিধি পুরস্কার কে পেয়েছেন?
Ans-অবসরলা কন্যাকুমারী।
23.বিশ্বের প্রথম কার্বন নেগেটিভ দেশের নাম কী?
Ans-ভূটান।
24.5 July,বিশ্বের সবচেয়ে বড় চরকা কোথায় উন্মোচিত হয়েছে?
Ans-নতুন দিল্লিতে।
25.2016সালে উইমম্বলডন টেনিস প্রতিযোগীতার ফাইনালে কে জয় লাভ করেছেন?(পুরুষ)
Ans-অ্যান্ডি মারে (ব্রিটেন)।
26.ভারতের কোথায় প্রথম গ্ৰীন রেল করিডর চালু হল?
Ans-তামিলনাড়ু।
27.সম্প্রতি প্রয়াত লাচ্চু মহারাজ কোন ক্ষেত্রে বিক্ষ‍্যাত ?
Ans-তবলা।
28.বিশ্বের প্রথম সেল্ফড্রাইভিং ট‍্যাক্সির উদ্ধোধন কোথায় হয়েছে?
Ans-সিঙ্গাপুর।
29.2016 সালে-" World Humanitarian "দিবসের থিম কী ছিল?
Ans-One Humanity.
30.2016 সালে দ্বিতীয় আন্তর্জাতিকযোগ দিবসের থিম কী ছিল
উত্তম
#পড়তেই_হবে
#অঙ্ক_স্পেশাল
শতকরা হিসাবের শর্টকাট টেকনিক
--------------------------------------------------
সূত্রঃ ১
..........
মূল্য বৃদ্ধি পাওয়া ব্যবহার কমানোর ক্ষেত্রে
ব্যবহার_হ্রাসের_হার = (১০০ X মূল্য বৃদ্ধির
হার)
÷ (১০০ + মূল্য বৃদ্ধির হার)
উদাহারণঃ যদি তেলের মূল্য ২৫% বৃদ্ধি পায়
তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল
বাবদ খরচ বৃদ্ধি পাবে না?
সমাধানঃ
ব্যবহার হ্রাসের হার = (১০০X ২৫) ÷ (১০০ +২৫) = ২০%
.
সূত্রঃ ২
..........
মূল্য হ্রাস পাওয়া ব্যবহার বাড়ানোর
ক্ষেত্রে
ব্যবহার_বৃদ্ধির_হার = (১০০ X মূল্য হ্রাসের
হার)
÷ (১০০ - মূল্য বৃদ্ধির হার)
উদাহারণঃ
কাপড়ের মূল্য ২০% কমে গেল। কোন ব্যক্তির
খরচ বৃদ্ধি না করেও কাপড়ের ব্যবহার শতকরা
কত বৃদ্ধি করতে পারে?
সমাধানঃ ব্যবহার বৃদ্ধির হার = (১০০X ২০) ÷ (১০০ - ২০) = ২৫%
.
সূত্রঃ ৩
..........
দুটি সংখ্যার শতকরা হারের তুলনার ক্ষেত্রে
শতকরা_কম /বেশি= (১০০ X শতকরা কম বা
বেশি) ÷ (১০০ +
শতকরা কম বা বেশি)
উদাহারণঃ ক এর বেতন খ এর বেতন অপেক্ষা
৩৫ টাকা বেশি হলে খ এর বেতন ক অপেক্ষা
কত টাকা কম?
সমাধানঃ শতকরা কম বা বেশি = (১০০ X ৩৫) ÷ (১০০ + ৩৫) = ২৫.৯৩%
.
সূত্রঃ ৪
..........
দ্রব্যমূল্যের শতকরা হার বৃদ্ধি পাওয়া
দ্রব্যের_বর্তমান_মূল্য = (বৃদ্ধির প্রাপ্ত মূল্যে
হার X মোট মূল্য) ÷ (১০০ + যে পরিমাণ পণ্য কম
হয়েছে)
উদাহরণঃ চিনির মূল্য ৬% বেড়ে যাওয়ায় ১০৬০
টাকায় পূর্বে যত কেজি চিনি কেনা যেত
এখন
তার চেয়ে ৩ কেজি চিনি
কম কেনা যায়! চিনির বর্তমান দর কেজি
প্রতি কত?
সমাধানঃ দ্রব্যের বর্তমান মূল্য= (৬ X ১০৬০) ÷ (১০০ X ৩)= ২১.২০ টাকা
.
সূত্রঃ ৫
..........
দ্রব্যমূল্যের শতকরা হার হ্রাস পাওয়ায়
দ্রব্যের_বর্তমান_মূল্য = (হ্রাসকৃত মূল্যেহার X
মোট মূল্য)÷(১০০ + যে পরিমাণ পণ্য বেশি
হয়েছে)
উদাহরণঃ চালের মূল্য ১২% কমে যাওয়ায়
৬,০০০টাকায় পূর্বাপেক্ষা ১ কুইন্টাল চাল
বেশি পাওয়া যায়। ১ কুইন্টাল চালের দাম
কত?
সমাধানঃ দ্রব্যের বর্তমান মূল্য = (১২ X ৬০০০)÷ (১০০ X ১) = ৭২০ টাকা(উঃ)
.
সূত্রঃ ৬
..........
মূল্য বা ব্যবহার হ্রাস-বৃদ্ধির ক্ষেত্রে
হ্রাসের_হার =(বৃদ্ধির হার X হ্রাসের
হার)÷১০০
উদাহরণঃ চিনির মূল্য ২০% কমলো কিন্তু
চিনির
ব্যবহার ২০% বেড়ে গেল এতে চিনি বাবদ ব্যয়
শতকরা কত বাড়বে বা কমবে?
সমাধানঃ হ্রাসের হার = (২০ X ২০)÷১০০ = ৪% (উঃ)
উত্তম

Comments

Post a Comment

Popular posts from this blog

Gk

                                 উত্তম মন্ডল [4/28, 9:10 AM] ‪+91 98510 42829‬: গান্ধী হত্যাকারী নাথুরাম গডসের কিছু জবানবন্দী :- ********************************************** পাঞ্জাবের অম্বালা কারাগারে নাথুরাম গডসে এবং নারায়ন আপ্তেকে ফাঁসিতে ঝোলানো হয়েছিল ১৫ই নভেম্বর, ১৯৪৯ খ্রীস্টাব্দে। মৃত্যুর সময় তারা উচ্চারন করেছিল, "অখণ্ড ভারত অমর রাহে, বন্দেমাতরম।" বিচারপতি জি.ডি. খোসলা ভেবেছিলেন নাথুরাম উচ্চতর আদালতে আত্মপক্ষের সমর্থনে আবেদন করবেন কিন্তু জবানবন্দী দেবার পরে নাথুরাম গডসে কোন অবেদন করেন নি। ৩০২ ধারায় তাকে দোষী সাব্যস্ত করা হয়। গান্ধী হত্যার পরে নাথুরাম গডসেকে আদালতে তুলে প্রধান বিচারপতি জি.ডি খোসলা আত্মপক্ষ সমর্থনের জন্য কিছু বলতে বলেন। প্রায় একসপ্তাহ ধরে চলেছিল এই বিচার পর্ব। গান্ধীজীকে হত্যার পেছনে একটা দুটো নয় অন্ততপক্ষে ১৫০ টা কারন দেখিয়ে ছিলেন নাথুরাম গডসে। নাথুরামের যুক্তি শুনে প্রধান বিচারপতি সহ আদালতে উপস্থিত ব্যক্তিবর্গ আশ্চর্যচকিত হয়ে গেছিলেন। শেষে বিচারপতি খোসলা বলেন, "আদালতে নাথুরামের জবানবন্দী সবচেয়ে আকর্ষনের জিনিস ছিল। আমি যদি উপস্থিত ব্যক্তিবর্

Human body and history 100 questions

ইতিহাসের  50 টি গুরুত্বপূর্ণ প্রশ্ন 1. ভারতের লৌহমানব নামে পরিচিত ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। 2. গোয়া ভারতের অন্তর্গত হয় 1961 সালে। 3. জে এন চৌধুরীর নেতৃত্বে অপারেশন বিজয় শুরু হয় গোয়ায়। 4. ব্রিটিশ ভারতে দেশীয় রাজ্যের সংখ্যা ছিল 601টি। 5. ভারতের বৃহত্তম দেশীয় রাজ্য ছিল হায়দ্রাবাদ। 6. "The Marginal Man" বা :"প্রান্তিক মানব"- গ্রন্থের লেখক হলেন প্রফুল্ল চক্রবর্তী। 7. "Train to Pakistan"- গ্রন্থের লেখক হলেন খুশবন্ত সিং । 8. রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয় 1953 সালে। 9. দেশীয় রাজ্য ছিল না বোম্বে। 10. "The Discovery of India" গ্রন্থের লেখক হলেন জওহরলাল নেহেরু। 11. অন্ধ্রপ্রদেশ রাজ্য গঠিত হয় 1953 সালে। 12. স্বাধীন ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্য হল অন্ধ্রপ্রদেশ। 13. রাজ্য পুনর্গঠন কমিশনের সভাপতি ছিলেন ফজল আলী। 14. রাজ্য পুনর্গঠন আইন পাস হয় 1956 সালে। 16. জুনাগড় ভারতের অন্তর্গত হয় 1949 সালে। 17. "ছেড়ে আসা গ্রাম"- গ্রন্থের রচয়িতা হলেন দক্ষিনারঞ্জন বসু। 18. ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন ডঃ রাজেন্দ্র প্রসাদ। 19. "উদবাস্তু&q

ভারতের উল্লেখযোগ্য নদী গুলির উৎপত্তিস্থল এবং ইম্পরট্যান্ট ন্যাশনাল পার্ক

ভারতের প্রধান নদনদী ভারতের প্রধান নদনদী♡ ~~~~~~~~~~~~~~~~~~                      ●সিন্ধু●                       """""""""" •মোট দৈর্ঘ্য-2880 কিমি,ভারতে 709কিমি •উৎপত্তিস্থল-তিব্বতের মানস সরোবরের নিকট সিন কা বাব নামক জলধারা,লাদাখের কাছে দিয়ে ভারতে প্রবেশ •উপনদী-শতুদ্র,বিপাশা,বিতস্তা,চন্দ্রভাগা,ইরাবতী,চেনা •পতিত হয়েছে-আরব সাগর               ●গঙ্গা(ভারতের দীর্ঘতম)●                 """""""""""""""""""""""""""'""" •মোট দৈর্ঘ্য-2510 কিমি, ভারতে 2017 কিমি •উৎপত্তিস্থল-কুমায়ুন হিমালয়ের গঙ্গোত্রি হিমবাহের গোমুখ গুহা •বামতীরের উপনদী-রামগঙ্গা,গোমতী,ঘর্ঘরা,গন্ডক,কোশী •ডানতীরের উপনদী-যমুনা ও শোন •পাশে অবস্থিত-হরিদ্বার;কানপুর,এলাহাবাদ,বারানসী,পাটনা,ভাগলপুর,কলকাতা(হুগলী নদী) •মুর্শিদাবাদের ধুলিয়ানের কাছে  ভাগ হয়েছে •অলকানন্দা ও ভাগিরথী মিলেছে দেবপ্রয়াগে •পতিত হয়েছে-বঙ্গোপোসাগরে