Skip to main content

Posts

Showing posts from March, 2017

General knowledge

knowledge #wb group D ($) প্রশ্ন ১ : সম্প্রতি একটি দেশে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় দেবী (Debbie), কোন দেশ ? উত্তর : অস্ট্রেলিয়া প্রশ্ন ২ : মানি প্ল্যান্ট রুপে ইন্টারন্যাশনাল প্লাটিনাম ডেবিট কার্ড সম্প্রতি লঞ্চ করেছে কোন ব্যাঙ্ক ? উত্তর : কর্নাটক ব্যাঙ্ক প্রশ্ন ৩ : কালাহারি মরুভূমি কোথায় ? উত্তর : আফ্রিকার দক্ষিণাংশে প্রশ্ন ৪ : ন্যাশনাল সেন্টার ফর আন্টার্কটিক অ্যান্ড ওসেন রিসার্চের (NCAOR) সদর দপ্তর কোথায় ? উত্তর : ভাস্কো দা গামা প্রশ্ন ৫ : মিজোরামের রাজধানীর নাম কী ? উত্তর : আইজল প্রশ্ন ৬ : ধুতুরা গাছের বীজ থেকে কোন উপক্ষার পাওয়া যায় ? উত্তর : ডাটুরিন প্রশ্ন ৭ : কিন্নারাস্বামী অভয়ারণ্য কোথায় ? উত্তর : তেলাঙ্গানা প্রশ্ন ৮ : পৃথিবীর গড় তাপমাত্রা কত ? উত্তর : প্রায় ১৬ ডিগ্রি সেলসিয়াস প্রশ্ন ৯ : বর্তমানে পশ্চিমবঙ্গে কটি জেলা ? উত্তর : ২১টি প্রশ্ন ১০ : গোরখপুর জেলা কোন রাজ্যে ? উত্তর : উত্তরপ্রদেশ প্রশ্ন ১১ : বিশ্বের গভীরতম হ্রদ কোনটি ? উত্তর : বৈকাল হ্রদ প্রশ্ন ১২ : দা গড অফ স্মল থিংস- কার লেখা ? উত্তর : অরুন্ধতী রায়

সাধারন জ্ঞান

                                     উত্তম মন্ডল . ইসরাইল রাষ্ট্র কত সালে প্রতিষ্ঠিত হয়? উ. ১৯৪৮ সালে। ২. দুই জার্মানি একত্রিত হয় কোন সালে? উ. ১৯৯০ সালে। ৩. মধ্যপ্রাচ্যের কোন দেশে সবচেয়ে বেশি পেট্রোল মজুদ আছে? উ. সৌদি আরব। ৪. ক্যাম্প ডেভিড চুক্তি স্বাক্ষরিত হয় কোন সালে? উ. ১৯৭৮ সালে। ৫. হিলারি ক্লিনটন আমেরিকার কোন নির্বাচনী এলাকা থেকে সিনেটর নির্বাচিত হন? উ. নিউইয়র্ক। ৬. ভারতে কয়টি অঙ্গরাজ্য আছে? উ. ৩০টি। ৭. যে ওষুধ রক্ত জমাট বাঁধতে দেয় না উ. হেপারিন। ৮. মানুষের লিঙ্গ নির্ণয়ী ক্রোমোজমের সংখ্যা কয়টি? উ. ১ জোড়া। ৯. আকাশ নীল দেখায় কেন? উ. নীল আলোর বিক্ষেপণ অপেক্ষাকৃত বেশি বলে। ১০. রংধনু সৃষ্টির বেলায় জলের কণাগুলো কিসের কাজ করে? উ. লেন্সের। ১১. জল ঢেলে কেরোসিনের আগুন নেভানো যায় না, কারণ কী? উ. কেরোসিন জলের চেয়ে হালকা বলে। ১২. হীরক উজ্জ্বল দেখায়, কারণ কী? উ. আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয়। ১৩. ‘সবিতা’ কাব্যগ্রন্থটি কার লেখা? উ. সত্যেন্দ্রনাথ দত্ত। ১৪. নেতাজি সুভাষচন্দ্র বসুর অনুরোধে নজরুল কোন কবিতাটি লেখেন? উ. কাণ্ডার

Gk

উত্তম মন্ডল গোবরাপটা প্রশ্ন:- কংগ্রেস সমাজতন্ত্রী দলের একজন প্রতিষ্ঠাতার নাম কী ? উত্তর:- কংগ্রেস সমাজতন্ত্রী দলের একজন প্রতিষ্ঠাতার নাম হল আচার্য নরেন্দ্র দেব । প্রশ্ন:- কংগ্রেস সমাজতন্ত্রী দলের প্রথম সাধারণ সম্পাদক কে ছিলেন ? উত্তর:- কংগ্রেস সমাজতন্ত্রী দলের প্রথম সাধারণ সম্পাদক ছিলেন জয়প্রকাশ নারায়ণ । প্রশ্ন:- নিখিল ভারত কৃষকসভা কবে স্থাপিত হয় ? উত্তর:- ১৯৩৬ খ্রিস্টাব্দে নিখিল ভারত কৃষকসভা স্থাপিত হয় । প্রশ্ন:- ১৯৩৮ সালে কংগ্রেস সভাপতি কে ছিলেন ? উত্তর:- ১৯৩৮ সালে কংগ্রেস সভাপতি ছিলেন সুভাষচন্দ্র বসু । প্রশ্ন:- সুভাষচন্দ্র বসু কাকে কংগ্রেস সভাপতি নির্বাচনে পরাজিত করেন ? উত্তর:- গান্ধীজি সমর্থিত পট্টভি সিতারামাইয়াকে সুভাষচন্দ্র বসু কংগ্রেস সভাপতি নির্বাচনে পরাজিত করেন । প্রশ্ন:- সুভাষচন্দ্র বসু কোন কংগ্রেস অধিবেশনে প্রথম সভাপতি নির্বাচিত হন ? উত্তর:- ১৯৩৮ খ্রিস্টাব্দে গুজরাটের হরিপুরাতে অনুষ্ঠিত কংগ্রেস অধিবেশনে সুভাষচন্দ্র বসু প্রথম সভাপতি নির্বাচিত হন । প্রশ্ন:- আইন অমান্য আন্দোলন যখন শুরু হয় তখন ভারতের ভাইসরয় কে ছিলেন ? উত্তর:- আইন অমান্য আন্দোলন যখন শুরু হয় তখন
**Current Affairs 2016** 1. সম্প্রতি ভারত 20 টি স্যাটেলাইট উৎক্ষেপণে রেকর্ড স্থাপন করেছে । ওই রকেটের নাম কি? Ans. PSLV C-34. 2. এই মুহূর্তে কতগুলি দেশ নিউক্লিয়ার সাপ্লায়ার গ্রুপে আছে? Ans. 48 টি দেশ । 3. 2017 সালের গ্লোবাল এন্টারপ্রেনারশিপ সামিট (GES) কোন দেশে অনুষ্ঠিত হব? Ans. ভারত । 4. কোন রাজ্য সরকার সম্প্রতি ই-সিগারেট ব্যান করেছে? Ans. কেরালা । 5. ইরাকের কোন শহরকে ইসলামিক জঙ্গি সংগঠন ISIS থেকে সম্পূর্ণ মুক্ত বলে ঘোষণা করা হয়েছে? Ans. ফালুজা । 6. কোন বছর থেকে ভারত সরকার চীন থেকে দুধ এবং দুধ জাতীয় খাবার আমদানী বন্ধ করতে চলেছে? Ans. 2017 সালের জুন থেকে । 7. কোন নদী ব – দ্বীপকে প্রথম নদী ব – দ্বীপ জেলা করা হয়েছে? Ans. মাজুলি । 8. আগামীতে ভারত সরকার কোন ধরনের নোট চালু করার পরিকল্পনা করছেন? Ans. প্লাস্টিক নোট । 9. 2016 সালে রাষ্ট্রসংঘের World Population Day-র থিম কি ছিল? Ans. ইনভেস্টিং ইন টিনেজ গার্লস । 10. সচ্ ভারত মিশনের “City Compost Campaign” এর প্রচারক কে? Ans. অমিতাভ বচ্চন । 11. কোন ঐতিহাসিক স্থানকে 2016-17 সার্ক কালচারাল ক্যাপিটাল হিসাবে উল্লেখ করা হয়? Ans.

Gk

                             Uttam mondal 1. *সম্প্রতি কোন ক্রিকেট সোডিয়াম আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের স্বীকৃতি পেল ? -শহীদ বিজয় সিং পথিক ক্রিকেট সোডিয়াম, গ্রেটার নয়ডা 2. *'অনূর্ধ্ব 19 যুব এশিয়া কাপ 2016' কোন দল চ্যাম্পিয়ন হয়েছে? -ভারত 3. *পশ্চিমবঙ্গের কোথায় রেশম গবেষণা কেন্দ্র আছে? -বহরমপুরে (মুর্শিদাবাদ) 4. *পৃথিবীর ক্ষুদ্রতম ফুলের নাম কি? -ওয়ালফিয়া গ্লোবোসা 5. *পৃথিবীর প্রথম মহিলা মহাকাশচারীর নাম কি? -ভ্যালেন্তিনা তেরোস্কোভা (রাশিয়া) 6. *বায়ুর গতিবেগ মাপার যন্ত্রের নাম কি? -আনিমোমিটার 7. *বায়ুর গতিবেগ মাপার একক কি? -নট্ (Knot) 8. *পাট উত্পাদনে ভারতের কোন রাজ্য প্রথম? -পশ্চিমবঙ্গ 9. *ভারতের প্রথম মহিলা কেন্দ্রীয় মন্ত্রী কে? -অমৃতা কৌর 10. *বর্তমানে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির নাম কি ? -নিশিতা নির্মল মহাত্রে 11. *বর্তমানে পশ্চিমবঙ্গে মুখ্যসচিব কে? -বাসুদেব বন্দ্যোপাধ্যায় 12. *বর্তমানে আন্তর্জাতিক বিচারালয়ের সভাপতি কে আছেন? -রনি আব্রাহাম 13. *ভিটামিন E এর রাসায়নিক নাম কি? -টোকোফেরল 14 *কাকে 'বাংলার অক্সফোর্ড' বলা হয়? -নদিয়া জেলাকে 15.