Skip to main content

Gk

                             Uttam mondal

1. *সম্প্রতি কোন ক্রিকেট সোডিয়াম আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের স্বীকৃতি পেল ?
-শহীদ বিজয় সিং পথিক ক্রিকেট সোডিয়াম, গ্রেটার নয়ডা
2. *'অনূর্ধ্ব 19 যুব এশিয়া কাপ 2016' কোন দল চ্যাম্পিয়ন হয়েছে?
-ভারত
3. *পশ্চিমবঙ্গের কোথায় রেশম গবেষণা কেন্দ্র আছে?
-বহরমপুরে (মুর্শিদাবাদ)
4. *পৃথিবীর ক্ষুদ্রতম ফুলের নাম কি?
-ওয়ালফিয়া গ্লোবোসা
5. *পৃথিবীর প্রথম মহিলা মহাকাশচারীর নাম কি?
-ভ্যালেন্তিনা তেরোস্কোভা (রাশিয়া)
6. *বায়ুর গতিবেগ মাপার যন্ত্রের নাম কি?
-আনিমোমিটার
7. *বায়ুর গতিবেগ মাপার একক কি?
-নট্ (Knot)
8. *পাট উত্পাদনে ভারতের কোন রাজ্য প্রথম?
-পশ্চিমবঙ্গ
9. *ভারতের প্রথম মহিলা কেন্দ্রীয় মন্ত্রী কে?
-অমৃতা কৌর
10. *বর্তমানে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির নাম কি ?
-নিশিতা নির্মল মহাত্রে
11. *বর্তমানে পশ্চিমবঙ্গে মুখ্যসচিব কে?
-বাসুদেব বন্দ্যোপাধ্যায়
12. *বর্তমানে আন্তর্জাতিক বিচারালয়ের সভাপতি কে আছেন?
-রনি আব্রাহাম
13. *ভিটামিন E এর রাসায়নিক নাম কি?
-টোকোফেরল
14 *কাকে 'বাংলার অক্সফোর্ড' বলা হয়?
-নদিয়া জেলাকে
15. *কোন রাজ্যে বনাঞ্চলের শতকরা পরিমাণ সবচেয়ে বেশি?
-সিকিম
16. *ভারতের কোন রাজ্যকে 'টাইগার স্টেট' বলা হয়?
-মধ্যপ্রদেশ
17. *রিও অলিম্পিক 2016 এর অফিসিয়াল শ্লোগান কি ছিল?
-A New World
18. *আলোকবর্ষ কীসের একক?
-দূরত্বের
19. *কোন রাজ্য সরকার "যশ ভারতী পুরস্কার" প্রদান করে?
-উত্তরপ্রদেশ সরকার

Part - 2
1. বর্তমানে লোকসভার অধ্যক্ষ কে আছেন?
-সুমিত্রা মহাজন
2. *বর্তমানে রাজ্যসভার চেয়ারম্যান কে?
-হামিদ আনসারি
3. *সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি কে হলেন ?
-ডোনাল্ড ট্রাম্প
*4. ভারতের বর্তমান মুখ্য নির্বাচন কমিশনারের নাম কি ?
-নাসিম জাইদি
*5. উস্তাদ বিসমিল্লাহ খান কোন বাদ্যযন্ত্র বাজাতেন ?
-সানাই
*6. মোঘল সম্রাট শাহজাহান এর প্রকৃত নাম কি ছিল?
-খুররম
7. *জার্মান সিলভারে কত শতাংশ সিলভার থাকে ?
- 0%
*8. ভারতের পর্তুগিজ উপনিবেশগুলির রাজধানী কোথায় ছিল?
-গোয়া তে
9. *ভারতে ভুট্টা উত্পাদনে কোন রাজ্য প্রথম ?
-অন্ধ্রপ্রদেশ
10. *মুম্বাই এর সান্তাক্রুজ বিমানবন্দর এখন কি নামে পরিচিত ?
-জওহরলাল নেহরু বিমানবন্দর
11. প্রজাতন্ত্র দিবস 2017' ভারতের কততম প্রজাতন্ত্র দিবস পালিত হবে?
-68তম
*12. সম্প্রতি কোন ক্রিকেট খেলোয়াড় "পদ্মশ্রী" পুরস্কার পেতে চলেছে?
-বিরাট কোহলি
13. *বর্তমানে তেলেঙ্গানা রাজ্যের প্রচার দূত কে আছেন?
-সানিয়া মির্জা
14. *পশ্চিমবঙ্গের বর্তমান অর্থমন্ত্রী কে?
-ড. অমিত মিত্র
15. *বর্তমানে ভারতের অর্থমন্ত্রীর নাম কি ?
-অরুণ জেটলি
16. *রিও অলিম্পিক 2016 এর সূচনা অনুষ্ঠান কোন স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়?
-মারকানা স্টেডিয়াম
17. *দাচিগামা অভয়ারণ্য ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
-জম্মু ও কাশ্মীর
*18. আমীর খসরু কার সভাকবি ছিলেন?
-আলাউদ্দিন খলজির
19. *'কুমায়নি' কোন রাজ্যের লোকনৃত্য ?
-উত্তরাখণ্ড

Part - 3
1.চেঙ্গিস খাঁ কবে ভারত আক্রমণ করেছিল ?
1221খ্রীঃ
2.শিবাজীর রাজ্যভিষেক হয়েছিল
1674 খ্রীঃ
3.শাসন কার্যকালে কোন গভর্নর জেনারেল নিহত হয়েছিলেন ?
লর্ড মেয়ো
4. ভারতের জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনে কে সভাপতিত্ব করেন ?
দাদাভাই নৌরজী
5. গদর পার্টি কবে এবং কোথায় প্রতিষ্ঠিত হয় ?
আমেরিকা 1913
6. কবে ইখতিয়ারউদ্দিন বখতিয়ার খিলজী বাংলা আক্রমণ করেন ?
1202 খ্রীঃ
7. জালিয়ানওয়ালাবাগ হত্যাকান্ড কবে ঘটেছিল ?
13ই এপ্রিল, 1919
8. কনৌজে 1540 খ্রিস্টাব্দে শেরশাহের কাছে পরাজিত হয়েছিলেন ?
হুমায়ুন
9.বিক্রমশীলা বিহার স্থাপন কে করেছিল ?
দেবপাল
. 10. ভারতে সিভিল সার্ভিস-এর প্রবর্তন করেছিলেন কে ?
কর্ণওয়ালিস

Part - 4
প্রশ্ন ১ : দীপিকা কুমারী কোন খেলার সঙ্গে যুক্ত ?
উত্তর : তিরন্দাজি
প্রশ্ন ২ : ওয়ার্ল্ড বুক অ্যান্ড কপিরাইট ডে কবে ?
উত্তর : ২৩ এপ্রিল
প্রশ্ন ৩ : ইস্ট্রোজেন হরমোনের উৎসস্থল মূলত কোনটি ?
উত্তর : ডিম্বাশয়
প্রশ্ন ৪ : অপারেশন মিলন কারা চালু করেছে ? কেন ?
উত্তর : উত্তরপ্রদেশ পুলিশ। অপহৃত যুবকদের পুনরুদ্ধারের জন্য।
প্রশ্ন ৫ : বিশ্ব ম্যালেরিয়া দিবস কবে পালন করা হয় ?
উত্তর : ২৫ এপ্রিল
প্রশ্ন ৬ : প্রলয়শিখা - কে লেখেন ?
উত্তর : কাজি নজরুল ইসলাম
প্রশ্ন ৭ : কানহা ন্যাশনাল পার্ক কোথায় ?
উত্তর : মধ্যপ্রদেশে
প্রশ্ন ৮ : GATE পরীক্ষার পুরো কথা কী ?
উত্তর : গ্র্যাজুয়েট অ্যাপটিটিউড টেস্ট ইন ইঞ্জিনিয়ারিং
প্রশ্ন ৯ : শরণ বাসবেশ্বর মন্দির কোথায় ?
উত্তর : কালবুর্গি, কর্নাটক
প্রশ্ন ১০ : মঙ্গলের দুটি উপগ্রহের নাম কী ?
উত্তর : ফোবোস ও ডিমোস
প্রশ্ন ১১ : কুকা আন্দোলন কোন এলাকার সঙ্গে যুক্ত ছিল ?
উত্তর : পঞ্জাব
প্রশ্ন ১২ : ভারতীয় হিন্দি ছবি মন্থন, পরিচালক কে ?
উত্তর : শ্যাম বেনেগাল
প্রশ্ন ১৩ : মাউন্ট কিনাবুলু কোন দেশে ?
উত্তর : মালয়েশিয়া
প্রশ্ন ১৪ : হুভার ড্যাম কোন নদীর উপর অবস্থিত ?
উত্তর : কলোরাডো নদী
প্রশ্ন ১৫ : হপম্যান কাপ - কোন খেলার সঙ্গে যুক্ত ?
উত্তর : টেনিস
প্রশ্ন ১৬ : World Press Freedom Prize কারা দিয়ে থাকে ?
উত্তর : UNESCO
প্রশ্ন ১৭ : পীরপঞ্জল রেঞ্জ কোন রাজ্যে ?
উত্তর : হিমাচল প্রদেশ এবং জম্মু ও কাশ্মীর
প্রশ্ন ১৮ : রিকেট কোন ভিটামিনের অভাবে হয় ?
উত্তর : ভিটামিন D
প্রশ্ন ১৯ : EFI পুরো কথা কী ?
উত্তর : ইকনমিক ফ্রিডম ইনডেক্স
প্রশ্ন ২০ : বন কি আশা - নামে পরিচিত রাজস্থানের কোন নদী ?
উত্তর : বনস
Part - 5
প্রশ্ন ১ : দ্বারকেশ্বর নদ পশ্চিম মেদিনীপুরে কোন নদীর সঙ্গে মিলিত হয়েছে ?
উত্তর : রূপনারায়ণ
প্রশ্ন ২ : রাজা রামমোহন রায়ের জন্মস্থান কোথায় ?
উত্তর : হুগলী জেলার খানাকুলের রাধানগর গ্রাম
প্রশ্ন ৩ : পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয় কোন জেলায় ?
উত্তর : কোচবিহার
প্রশ্ন ৪ : গড়পঞ্চকোট পশ্চিমবঙ্গের কোন জেলায় ?
উত্তর : পুরুলিয়া
প্রশ্ন ৫ : রিভলভারের আবিষ্কারক কে ?
উত্তর : স্যামুয়েল কোল্ট
প্রশ্ন ৬ : মহাশ্বেতা দেবী কত সালে সাহিত্য অ্যাকাডেমি পান ?
উত্তর : ১৯৭৯ সালে
প্রশ্ন ৭ : ২০১৬-র T 20 বিশ্বকাপ চ্যাম্পিয়ন কারা ?
উত্তর : ওয়েস্ট ইন্ডিজ়
প্রশ্ন ৮ : ফুসফুসের আবরণকে কী বলা হয় ?
উত্তর : প্লুরা (pleura)
প্রশ্ন ৯ : আলোশ্রী কোন রাজ্যের প্রকল্প ?
উত্তর : পশ্চিমবঙ্গ
প্রশ্ন ১০ : শিবসেনা দলের প্রতিষ্ঠাতা কে ?
উত্তর : বাল থ্যাকারে
প্রশ্ন ১১ : LED পুরো কথা কী ?
উত্তর : লাইট এমিটিং ডায়োড
প্রশ্ন ১২ : নন্দা দেবী বায়োস্ফিয়ার রিজ়ার্ভ কোন রাজ্যে ?
উত্তর : উত্তরাখণ্ড
প্রশ্ন ১৩ : ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ মেটালস, কোথায় ?
উত্তর : কলকাতা
প্রশ্ন ১৪ : সত্য সুন্দর কার ছদ্মনাম ?
উত্তর : মোহিতলাল মজুমদার
প্রশ্ন ১৫ : ক্যাপ্টেন রূপ সিং স্টেডিয়াম কোন রাজ্যে ?
উত্তর : মধ্যপ্রদেশ
প্রশ্ন ১৬ : কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাসাল কত ?
উত্তর : ১৮৫৭
প্রশ্ন ১৭ : বেনফেড কী ?
উত্তর : পশ্চিমবঙ্গ সরকারের একটি সংস্থা। সমবায় বিপণন ও প্রক্রিয়াকরণের দায়িত্বপ্রাপ্ত
প্রশ্ন ১৮ : AIR INDIA-র পূর্বের নাম কী ছিল ?
উত্তর : ইন্ডিয়ান এয়ারলাইন্স
প্রশ্ন ১৯ : বাগুরুম্বা কোন রাজ্যের লোকনৃত্য ?
উত্তর : অসম
প্রশ্ন ২০ : ইন্ডিয়ানা জোনস অ্যান্ড দা টেম্পল অফ ডুম - পরিচালক কে ?
উত্তর : স্টিভেন স্পিলবার্গ

Part - 6
প্রশ্ন ১ : গীতগোবিন্দের রচয়িতা কে ?
উত্তর : কবি জয়দেব
প্রশ্ন ২ : রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পান ?
উত্তর : ১৯১৩
প্রশ্ন ৩ : পশ্চিমবঙ্গ থেকে কোন ফুটবলার প্রথম পদ্মশ্রী পান ?
উত্তর : গোষ্ঠ পাল
প্রশ্ন ৪ : পশ্চিমবঙ্গের বর্তমান ক্রীড়ামন্ত্রী কে ?
উত্তর : অরূপ বিশ্বাস
প্রশ্ন ৫ : Bard of Avon- কে ?
উত্তর : উইলিয়ম শেক্সপিয়র
প্রশ্ন ৬ : সারে জাঁহা সে আচ্ছা- কে লিখেছেন ?
উত্তর : মুহম্মদ ইকবাল
প্রশ্ন ৭ : গৌতম বুদ্ধের জন্মস্থান কোথায় ?
উত্তর : নেপালের লুম্বিনি
প্রশ্ন ৮ : ভারতের নবজাগরণের জনক কাকে বলা হয় ?
উত্তর : রাজা রামমোহন রায়
প্রশ্ন ৯ : গদর পার্টির প্রতিষ্ঠাতা কে ?
উত্তর : লালা হরদয়াল
প্রশ্ন ১০ : কোন নদীর উপর গড়ে উঠেছে ফরাক্কা ব্যারেজ ?
উত্তর : গঙ্গা
প্রশ্ন ১১ : কান্নিয়ার কালি - কোন রাজ্যের লোকনৃত্য ?
উত্তর : কেরালা
প্রশ্ন ১২ : ব্রাজিলের বর্তমান রাষ্ট্রপতি কে ?
উত্তর : মাইকেল টেমের
প্রশ্ন ১৩ : তিলোত্তমা সম্ভব কাব্য কে লিখেছেন ?
উত্তর : মাইকেল মধুসূদন দত্ত
প্রশ্ন ১৪ : কল্পনা চাওলা যে মহাকাশযানের সাহায্যে পৃথিবীতে ফিরছিলেন, তার নাম কী ?
উত্তর : কলম্বিয়া
প্রশ্ন ১৫ : কণিষ্কের রাজধানী কোথায় ছিল ?
উত্তর : পাটলিপুত্র
প্রশ্ন ১৬ : পশ্চিমবঙ্গে লোকসভা আসন কটি ?
উত্তর : ৪২
প্রশ্ন ১৭ : চায়না ম্যান - কোন খেলার সঙ্গে সম্পর্ক যুক্ত ?
উত্তর : ক্রিকেট
প্রশ্ন ১৮ : গান্ধি-আরউইন চুক্তি কবে হয়েছিল ?
উত্তর : ১৯৩১ সালে
প্রশ্ন ১৯ : NPT পুরো কথা কী ?
উত্তর : নন প্রলিফারেশন ট্রিটি
প্রশ্ন ২০ : জস (Jaws) মুভিটির পরিচালক কে ?
উত্তর : স্টিভেন স্পিলবার্গ
 ভালো লাগলে কমেন্ট করো

Comments

Post a Comment

Popular posts from this blog

Gk

                                 উত্তম মন্ডল [4/28, 9:10 AM] ‪+91 98510 42829‬: গান্ধী হত্যাকারী নাথুরাম গডসের কিছু জবানবন্দী :- ********************************************** পাঞ্জাবের অম্বালা কারাগারে নাথুরাম গডসে এবং নারায়ন আপ্তেকে ফাঁসিতে ঝোলানো হয়েছিল ১৫ই নভেম্বর, ১৯৪৯ খ্রীস্টাব্দে। মৃত্যুর সময় তারা উচ্চারন করেছিল, "অখণ্ড ভারত অমর রাহে, বন্দেমাতরম।" বিচারপতি জি.ডি. খোসলা ভেবেছিলেন নাথুরাম উচ্চতর আদালতে আত্মপক্ষের সমর্থনে আবেদন করবেন কিন্তু জবানবন্দী দেবার পরে নাথুরাম গডসে কোন অবেদন করেন নি। ৩০২ ধারায় তাকে দোষী সাব্যস্ত করা হয়। গান্ধী হত্যার পরে নাথুরাম গডসেকে আদালতে তুলে প্রধান বিচারপতি জি.ডি খোসলা আত্মপক্ষ সমর্থনের জন্য কিছু বলতে বলেন। প্রায় একসপ্তাহ ধরে চলেছিল এই বিচার পর্ব। গান্ধীজীকে হত্যার পেছনে একটা দুটো নয় অন্ততপক্ষে ১৫০ টা কারন দেখিয়ে ছিলেন নাথুরাম গডসে। নাথুরামের যুক্তি শুনে প্রধান বিচারপতি সহ আদালতে উপস্থিত ব্যক্তিবর্গ আশ্চর্যচকিত হয়ে গেছিলেন। শেষে বিচারপতি খোসলা বলেন, "আদালতে নাথু...
Gk🔥 Most Important For Life Science 🔥 1, যকৃত বা পেশি  অতিরিক্ত গ্লুকোজ  জমা রাখে কিরূপে  👉 গ্লাইকোজেন রূপে জমা থাকে  2, কোন হরমোনের অভাবে স্নায়ু ও পেশীর অস্থিরতা বেড়ে যায়? ,👉 প্যারা হরমোনের অভাবে 3, ভয় পেলে গায়ের লোম খাড়া হয় কোন হরমোনের অভাবে?  👉 অ্যাড্রনালিন হরমোনের অভাবে  4, দাড়ি গোফ গজায় কোন হরমোনের জন্য? 👉 টেস্টোস্টেরন হরমোনের অভাবে 5, জীবন রক্ষাকারী হরমোন কোনটি ? 👉 অ্যালডোস্টেরন  6, ফসফরাস বেশি থাকে কোন অঙ্গে? 👉অস্থিতে  7, খাদ্যদ্রব্য সবচেয়ে বেশি শোষিত হয় পৌষ্টিক নালীর কোন অংশে ? 👉ক্ষুদ্রান্তে  8, মহিলাদের পরিণত জনন কোষ কে কি বলে ? 👉ডিম্বাণু বলে 9, মানুষের করোটিতে মোট কয়টি অস্থি থাকে?  👉24 টি  10, প্রতি মিনিটে হৃৎপিণ্ডের স্বাভাবিক গড় স্পন্দন কত?  👉72  11, ধমনী শেষ হয় কোথায় ? 👉লসিকায় ধমনী শেষ হয়  12, মানুষ সাদা ও কালো হয় কোন হরমোনের কারণে? 👉 মেলালিন হরমোনের কারণে 13, মস্তিষ্কের প্রতি সেকেন্ডে কি পরিমাণে রক্ত সরবরাহ হয় ? 👉350  মি.লি 14, পরিপাকতন্ত্রের সবচেয়ে শক্তিশালী স্ফিত অ...

Important question

১০০ জন খ্যাতনামা ব্যক্তিদের ডাকনাম 🖋ভারতের নিউটন -ব্রহ্মগুপ্ত 🖌ভারতের আইনস্টাইন -নাগার্জুন 🖍ভারতের বেকন -সুভাষ চন্দ্র বসু 🖋ভারতের রুশো -স্বামী বিবেকানন্দ 🖍ভারতের শেক্সপীয়ার -কালিদাস 🖋ভারতের বিসমার্ক/সর্দার -বল্লভ ভাই প্যাটেল 🖌ভারতের মার্টিন লুথার -দয়ানন্দ স্বরস্বতী 🖊ভারতের ম্যাকিয়াভেলি -চানক্য 🖌ভারতের Nightingale -সরোজিনী নাইডু* 🖊ভারতের নোপোলিয়ান -সমুদ্র গুপ্ত 🖌এশিয়ার Nightingale -লতা মঙ্গেশকর 🖍ইন্ডিয়ান গ্লাডস্টোন -দাদাভাই নৌরজি 🖋দক্ষিণের চাণক্য -নানা ফরনবিশ 🖌দক্ষিণের মনু-সন্ধ্যাকর নন্দী 🖌অন্ধ্র কেশরী -টি প্রকাশম 🖊শহীদ ই আজম/Prince of martyrs -ভগৎ সিং 🖍অজাতশত্রু -রাজেন্দ্র প্রসাদ 🖋আচার্য -বিনোদ ভাবে 🖋আদি কবি -বাল্মীকি 🖌আসাম কেশরী -অম্বিকা গিরি রায়চৌধুরী 🖋বাপুজি -মহাত্মা গান্ধী 🖊বাবুজি -জগজীবন রাম 🖊রাজাজী/C.R -চক্রবর্তী রাজা গোপালাচারী 🖊পণ্ডিতজি /চাচা -জহরলাল নেহেরু 🖍গুরুজী -MS gohlwalker 🖋গুরুদেব -রবীন্দ্রনাথ ঠাকুর 🖌লৌহ মানব -বল্লভ ভাই প্যাটেল 🖊তাও -চৌধুরী দেবী লাল 🖍কাশ্মীর এর আকবর -জয়নাল আবেদীন 🖍বাংলার কেশরী -আশুতোষ 🖋বিহার কেশরী -শ্রীকৃষ্ণ সিং 🖋শান্তির ...