Skip to main content

Question about West Bengal

পশ্চিমবঙ্গের উপর 35 টি প্রশ্ন

1. পঃবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন—প্রফুল্ল চন্দ্র ঘোষ
2. পঃবঙ্গের প্রথম রাজ্যপাল ছিলেন—রাজা গোপালাচারী
3. পঃবঙ্গের প্রথম মহিলা রাজ্যপাল ছিলেন—পদ্মজা নাইডু
4. পঃবঙ্গে সবচেয়ে বেশিদিন রাজ্যপাল ছিলেন—পদ্মজা নাইডু
5. পঃবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী –মমতা ব্যানার্জী
6. মমতা ব্যানার্জী কততম মুখ্যমন্ত্রী হয়েছেন=অষ্টম
7. মমতা ব্যানার্জী প্রথমবার কবে মুখ্যমন্ত্রী হন=2011-এর 20শে মে
8. মমতা ব্যানার্জী দ্বিতীয়বার কবে মুখ্যমন্ত্রী হন=2016-এর 27শে মে
9. ভারতের প্রথম মহিলা রেলমন্ত্রী হনকে=মমতা ব্যানার্জী
10. ভারতের প্রথম মহিলা কয়লামন্ত্রী হন কে=মমতা ব্যানার্জী
11. ভারতের প্রথম মহিলা ক্রীড়া ও যুবকল্যান মন্ত্রী হন কে=মমতা ব্যানার্জী
12. ভারতের প্রথম মহিলা আঞ্চলিক দল তৈরি করেন =মমতা ব্যানার্জী
13. ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হিসাবে সর্বাধিক বই লেখেন=মমতা ব্যানার্জী
14. ভারতের প্রথম উচ্চশিক্ষিতা মহিলা মুখ্যমন্ত্রী=মমতা ব্যানার্জী[BA(Hons),MA,LLB]
15. পঃবঙ্গের প্রথম বিধানসভা নির্বাচন—১৯৫২
16. পঃবঙ্গের প্রথম স্পীকার ছিলেন—শৈল কুমার মুখার্জী
17. পঃবঙ্গের প্রথম ডেপুটি স্পীকার ছিলেন—আশুতোষ মল্লিক
18. পঃবঙ্গের প্রথম উপ মুখ্যমন্ত্রী ছিলেন—জ্যোতি বসু
19. পঃবঙ্গের শেষ উপ মুখ্যমন্ত্রী ছিলেন—বুদ্ধদেব ভট্টাচার্য্য
20. পঃবঙ্গের প্রথম শিক্ষা মন্ত্রী ছিলেন—পান্নালালবোস
21. পঃবঙ্গের প্রথম অর্থমন্ত্রী ছিলেন—অশোক মিত্র
22. পঃবঙ্গের বিধান পরিষদের প্রথম সভাপতি ছিলেন—সুনীতি কুমার চ্যাটার্জী(১৯৫২-৬৫)
23. পঃবঙ্গের জেলা পরিষদ কটি—১৮টি(জেলা—২০টি,কোলকাতা দার্জিলিং –এ নেই)
24. পঃবঙ্গের পঞ্চায়েত সমিতি কটি—৩৪১টি(ব্লক আছে ৩৪১ টি)
25. পঃবঙ্গের একমাত্র মহকুমা পরিষদ কোনটি—শিলিগুড়ি.
26. পঃবঙ্গের গ্রাম পঞ্চায়েত কটি—৩৩৫৪টি
27. পঃবঙ্গের প্রথম পঞ্চায়েত নির্বাচন হয়—১৯৭৮সালে(২০১৩ তে অষ্টম নির্বাচন হয়েছে)
28. পঃবঙ্গের প্রথম বিধানসভা কবে গঠিত হয়-১৮ই জুন ১৯৫২
29. পঃবঙ্গে বর্তমানে কততম বিধানসভা গঠিত হয়েছে—১৬তম(২০১৬তে ১৬তম নির্বাচন হয়েছে)
30. পঃবঙ্গের বিধান পরিষদ কবে গঠিত হয়–৫ই জুন ১৯৫২(সদস্য ছিলেন ৫১ জন)
31. পঃবঙ্গের বিধান পরিষদ কবে অবলুপ্ত হয়—১লা আগষ্ট ১৯৬৯.
32. পঃবঙ্গের পৌরসভা আছে কটি –১২১টি(কর্পোরেশন আছে ৭টি)
33. পঃবঙ্গের বিধান সভার সদস্য সংখ্যা কত—২৯৫(নির্বাচিত-২৯৪+মনোনীত-১)
34. পঃবঙ্গে কতবার জরুরী অবস্থা জারী হয়—৪বার(১৯৬২,৬৮,৭০,৭১)
35. কোলকাতা হাইকোর্টে প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন—বার্নেস পীকক

1. পঃবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন—প্রফুল্ল চন্দ্র ঘোষ
2. পঃবঙ্গের প্রথম রাজ্যপাল ছিলেন—রাজা গোপালাচারী
3. পঃবঙ্গের প্রথম মহিলা রাজ্যপাল ছিলেন—পদ্মজা নাইডু
4. পঃবঙ্গে সবচেয়ে বেশিদিন রাজ্যপাল ছিলেন—পদ্মজা নাইডু
5. পঃবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী –মমতা ব্যানার্জী
6. মমতা ব্যানার্জী কততম মুখ্যমন্ত্রী হয়েছেন=অষ্টম
7. মমতা ব্যানার্জী প্রথমবার কবে মুখ্যমন্ত্রী হন=2011-এর 20শে মে
8. মমতা ব্যানার্জী দ্বিতীয়বার কবে মুখ্যমন্ত্রী হন=2016-এর 27শে মে
9. ভারতের প্রথম মহিলা রেলমন্ত্রী হনকে=মমতা ব্যানার্জী
10. ভারতের প্রথম মহিলা কয়লামন্ত্রী হন কে=মমতা ব্যানার্জী
11. ভারতের প্রথম মহিলা ক্রীড়া ও যুবকল্যান মন্ত্রী হন কে=মমতা ব্যানার্জী
12. ভারতের প্রথম মহিলা আঞ্চলিক দল তৈরি করেন =মমতা ব্যানার্জী
13. ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হিসাবে সর্বাধিক বই লেখেন=মমতা ব্যানার্জী
14. ভারতের প্রথম উচ্চশিক্ষিতা মহিলা মুখ্যমন্ত্রী=মমতা ব্যানার্জী[BA(Hons),MA,LLB]
15. পঃবঙ্গের প্রথম বিধানসভা নির্বাচন—১৯৫২
16. পঃবঙ্গের প্রথম স্পীকার ছিলেন—শৈল কুমার মুখার্জী
17. পঃবঙ্গের প্রথম ডেপুটি স্পীকার ছিলেন—আশুতোষ মল্লিক
18. পঃবঙ্গের প্রথম উপ মুখ্যমন্ত্রী ছিলেন—জ্যোতি বসু
19. পঃবঙ্গের শেষ উপ মুখ্যমন্ত্রী ছিলেন—বুদ্ধদেব ভট্টাচার্য্য
20. পঃবঙ্গের প্রথম শিক্ষা মন্ত্রী ছিলেন—পান্নালালবোস
21. পঃবঙ্গের প্রথম অর্থমন্ত্রী ছিলেন—অশোক মিত্র
22. পঃবঙ্গের বিধান পরিষদের প্রথম সভাপতি ছিলেন—সুনীতি কুমার চ্যাটার্জী(১৯৫২-৬৫)
23. পঃবঙ্গের জেলা পরিষদ কটি—১৮টি(জেলা—২০টি,কোলকাতা দার্জিলিং –এ নেই)
24. পঃবঙ্গের পঞ্চায়েত সমিতি কটি—৩৪১টি(ব্লক আছে ৩৪১ টি)
25. পঃবঙ্গের একমাত্র মহকুমা পরিষদ কোনটি—শিলিগুড়ি.
26. পঃবঙ্গের গ্রাম পঞ্চায়েত কটি—৩৩৫৪টি
27. পঃবঙ্গের প্রথম পঞ্চায়েত নির্বাচন হয়—১৯৭৮সালে(২০১৩ তে অষ্টম নির্বাচন হয়েছে)
28. পঃবঙ্গের প্রথম বিধানসভা কবে গঠিত হয়-১৮ই জুন ১৯৫২
29. পঃবঙ্গে বর্তমানে কততম বিধানসভা গঠিত হয়েছে—১৬তম(২০১৬তে ১৬তম নির্বাচন হয়েছে)
30. পঃবঙ্গের বিধান পরিষদ কবে গঠিত হয়–৫ই জুন ১৯৫২(সদস্য ছিলেন ৫১ জন)
31. পঃবঙ্গের বিধান পরিষদ কবে অবলুপ্ত হয়—১লা আগষ্ট ১৯৬৯.
32. পঃবঙ্গের পৌরসভা আছে কটি –১২১টি(কর্পোরেশন আছে ৭টি)
33. পঃবঙ্গের বিধান সভার সদস্য সংখ্যা কত—২৯৫(নির্বাচিত-২৯৪+মনোনীত-১)
34. পঃবঙ্গে কতবার জরুরী অবস্থা জারী হয়—৪বার(১৯৬২,৬৮,৭০,৭১)
35. কোলকাতা হাইকোর্টে প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন—বার্নেস পীকক

Comments

Popular posts from this blog

Gk

                                 উত্তম মন্ডল [4/28, 9:10 AM] ‪+91 98510 42829‬: গান্ধী হত্যাকারী নাথুরাম গডসের কিছু জবানবন্দী :- ********************************************** পাঞ্জাবের অম্বালা কারাগারে নাথুরাম গডসে এবং নারায়ন আপ্তেকে ফাঁসিতে ঝোলানো হয়েছিল ১৫ই নভেম্বর, ১৯৪৯ খ্রীস্টাব্দে। মৃত্যুর সময় তারা উচ্চারন করেছিল, "অখণ্ড ভারত অমর রাহে, বন্দেমাতরম।" বিচারপতি জি.ডি. খোসলা ভেবেছিলেন নাথুরাম উচ্চতর আদালতে আত্মপক্ষের সমর্থনে আবেদন করবেন কিন্তু জবানবন্দী দেবার পরে নাথুরাম গডসে কোন অবেদন করেন নি। ৩০২ ধারায় তাকে দোষী সাব্যস্ত করা হয়। গান্ধী হত্যার পরে নাথুরাম গডসেকে আদালতে তুলে প্রধান বিচারপতি জি.ডি খোসলা আত্মপক্ষ সমর্থনের জন্য কিছু বলতে বলেন। প্রায় একসপ্তাহ ধরে চলেছিল এই বিচার পর্ব। গান্ধীজীকে হত্যার পেছনে একটা দুটো নয় অন্ততপক্ষে ১৫০ টা কারন দেখিয়ে ছিলেন নাথুরাম গডসে। নাথুরামের যুক্তি শুনে প্রধান বিচারপতি সহ আদালতে উপস্থিত ব্যক্তিবর্গ আশ্চর্যচকিত হয়ে গেছিলেন। শেষে বিচারপতি খোসলা বলেন, "আদালতে নাথুরামের জবানবন্দী সবচেয়ে আকর্ষনের জিনিস ছিল। আমি যদি উপস্থিত ব্যক্তিবর্

Human body and history 100 questions

ইতিহাসের  50 টি গুরুত্বপূর্ণ প্রশ্ন 1. ভারতের লৌহমানব নামে পরিচিত ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। 2. গোয়া ভারতের অন্তর্গত হয় 1961 সালে। 3. জে এন চৌধুরীর নেতৃত্বে অপারেশন বিজয় শুরু হয় গোয়ায়। 4. ব্রিটিশ ভারতে দেশীয় রাজ্যের সংখ্যা ছিল 601টি। 5. ভারতের বৃহত্তম দেশীয় রাজ্য ছিল হায়দ্রাবাদ। 6. "The Marginal Man" বা :"প্রান্তিক মানব"- গ্রন্থের লেখক হলেন প্রফুল্ল চক্রবর্তী। 7. "Train to Pakistan"- গ্রন্থের লেখক হলেন খুশবন্ত সিং । 8. রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয় 1953 সালে। 9. দেশীয় রাজ্য ছিল না বোম্বে। 10. "The Discovery of India" গ্রন্থের লেখক হলেন জওহরলাল নেহেরু। 11. অন্ধ্রপ্রদেশ রাজ্য গঠিত হয় 1953 সালে। 12. স্বাধীন ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্য হল অন্ধ্রপ্রদেশ। 13. রাজ্য পুনর্গঠন কমিশনের সভাপতি ছিলেন ফজল আলী। 14. রাজ্য পুনর্গঠন আইন পাস হয় 1956 সালে। 16. জুনাগড় ভারতের অন্তর্গত হয় 1949 সালে। 17. "ছেড়ে আসা গ্রাম"- গ্রন্থের রচয়িতা হলেন দক্ষিনারঞ্জন বসু। 18. ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন ডঃ রাজেন্দ্র প্রসাদ। 19. "উদবাস্তু&q

ভারতের উল্লেখযোগ্য নদী গুলির উৎপত্তিস্থল এবং ইম্পরট্যান্ট ন্যাশনাল পার্ক

ভারতের প্রধান নদনদী ভারতের প্রধান নদনদী♡ ~~~~~~~~~~~~~~~~~~                      ●সিন্ধু●                       """""""""" •মোট দৈর্ঘ্য-2880 কিমি,ভারতে 709কিমি •উৎপত্তিস্থল-তিব্বতের মানস সরোবরের নিকট সিন কা বাব নামক জলধারা,লাদাখের কাছে দিয়ে ভারতে প্রবেশ •উপনদী-শতুদ্র,বিপাশা,বিতস্তা,চন্দ্রভাগা,ইরাবতী,চেনা •পতিত হয়েছে-আরব সাগর               ●গঙ্গা(ভারতের দীর্ঘতম)●                 """""""""""""""""""""""""""'""" •মোট দৈর্ঘ্য-2510 কিমি, ভারতে 2017 কিমি •উৎপত্তিস্থল-কুমায়ুন হিমালয়ের গঙ্গোত্রি হিমবাহের গোমুখ গুহা •বামতীরের উপনদী-রামগঙ্গা,গোমতী,ঘর্ঘরা,গন্ডক,কোশী •ডানতীরের উপনদী-যমুনা ও শোন •পাশে অবস্থিত-হরিদ্বার;কানপুর,এলাহাবাদ,বারানসী,পাটনা,ভাগলপুর,কলকাতা(হুগলী নদী) •মুর্শিদাবাদের ধুলিয়ানের কাছে  ভাগ হয়েছে •অলকানন্দা ও ভাগিরথী মিলেছে দেবপ্রয়াগে •পতিত হয়েছে-বঙ্গোপোসাগরে