Skip to main content

General knowledge (Bengali)

General knowledge Bengali


বিশ্ব ভূগোল

উল্লেখযোগ্য মরুভূমি গুলির অবস্থান

১। সাহারা মরুভূমি — উত্তর অাফ্রিকা
২। গোবি মরুভূমি — মঙ্গোলিয়া, চীন
৩। প্যাটাগোনিয়ান মরুভূমি — অার্জেনটিনা
৪। গ্রেট ভিক্টোরিয়া মরুভূমি — অস্ট্রেলিয়া
৫। কালাহারি মরুভূমি — দক্ষিণ অাফ্রিকা
৬। গ্রেট বেসিন মরুভূমি — উত্তর অামেরিকা
৭। গ্রেট স্যান্ডি মরুভূমি — অস্ট্রেলিয়া
৮। টাকলা মাকান মরুভূমি — চীন
৯। চিহুয়াহুয়ান মরুভূমি — মেক্সিকো
১০। গিবসন মরুভূমি — অস্ট্রেলিয়া
::::→ ::::→ ::::→ ::::→ ::::→

গ্রহঃ-

১)“সবুজ গ্রহ” বলা হয়ঃ ইউরেনাস-কে।
২)সৌরজগত এর দ্রুততম গ্রহঃ বুধ
৩)“গ্রহ রাজ” বলা হয়ঃ বৃহষ্পতি-কে।
৪)যে গ্রহের উপগ্রহ সবচেয়ে বেশিঃ শনি (৫৩
টি)
৫)শতাব্দীর সবচেয়ে উজ্জ্বল ধুমকেতুঃ হেল-বপ
৬)“পৃথিবীর জমজ” নামে পরিচিতঃ শুক্র
৭)পৃথিবীর নিকটতম গ্রহঃ শুক্র
৮)সূর্যের তৃতীয় নিকটতম গ্রহঃ পৃথিবী
৯)সৌরজগত আবিষ্কার করেনঃ
নিকোলাস কোপারনিকাস।
১০)সৌরজগতের পূর্ণ গ্রহের সংখ্যা ৮টি। বুধ,
শুক্র,
পৃথিবী,
মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস ও নেপচুন।
১১)পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদ
১২)‘শান্ত সাগর’ অবস্থিত -চাঁদে।
সূর্যের নিকটতম নক্ষত্র -প্রক্রিমা
সেন্টারাই।
১৩)পৃথিবী থেকে চাঁদের দূরত্ব -৩ লক্ষ ৮৪
হাজার
কি.মি.।
১৪)পৃথিবী থেকে সূর্যের দুরত্ব-১৪ কোটি ৮৮
লক্ষ
কি.মি. (প্রায়)।
১৫)সৌরজগতের উপগ্রহ নেই -বুধ ও শুক্র।
::::→ ::::→ ::::→ ::::→ ::::→
দুর্যোগঃ-
✎ প্রশ্নঃতীব্র ভূমিকম্প মাপার যন্ত্রের
নাম ??
◣ উত্তরঃ মার্সেলি স্কেল।
✎ প্রশ্নঃ পুরোনো যুগে ব্যবহৃত ভু-কম্পন
পরিমাপক
যন্ত্রকে বুঝায়?
◣ উত্তরঃ সিসমোগ্রাফ
✎ প্রশ্নঃ বর্তমান যুগে ব্যবহৃত অত্যাধুনিক
ভুকম্পন
পরিমাপক
যন্ত্রের নাম?
◣ উত্তরঃ সিসমোমিটার।
.
✎ প্রশ্নঃ ভুমিকম্পন যে হয়েছে তার প্রমান
পাওয়া যায়
কি
দিয়ে?
◣ উত্তরঃ সিসমোস্কোপ
.
✎ প্রশ্নঃ ভূমিকম্পের তীব্রতা যে স্কেলে
মাপা হয়
তাকে
বলে?
◣ উত্তরঃ রিকটার স্কেল


রাষ্টরবিজ্ঞান


সংবিধানের ১২ টি তফশিল (schedule) মনে রাখার উপায়.....
 "Tears of old PM"
                       Schedule
 T - Territory    - I
 E -  Emoluments  -  II
 A  -  Affirmations/Oaths  -  III
 R  -  Rajya sabha   -  IV
 S -   Schedule Areas  -  V
 O -  Other schedule areas  -  VI
 F -  Federal lists(3 list)  -  VII
 O - Official languages  -  VIII
 L - Land reforms     -   IX
 D - Defection           -    X
 P - Panchayats        -    XI
 M - Municipality      -     XII

History


গৌড়বহোকাব্য রচনা কে করেন?
উঃ- যশোবর্মনের রাজকবি বাকপতিরাজ।
2)চোল বংশের প্রতিষ্ঠাতা কে?
উঃ- বিজয়ালয়.
3)মেহুলা বলতে কী বোঝায়?
উঃ- হরপ্পা সভ্যতার অধিবাসীরা বাণিজ্যকে মেহুলা বলতেন।
4)কোন আন্দোলনের সময় বল্লভভাই প্যাটেল সর্দার উপাধি পান?
উঃ- বারদৌলী সত্যাগ্রহের সময়।
5) "India for Indians" এই উক্তিটি করেছিলেন?
উঃ- দয়ানন্দ সরস্বতী.
6)মহেশ দাস কার আসল নাম?
উঃ- বীরবল।
7)নৌবিদ্রোহ সংঘটিত হয়েছিল?
উঃ- ১৮ই ফেব্রুয়ারি, ১৯৪৬ সালে।
8)কংগ্রেস সোসালিস্ট পার্টির প্রতিষ্ঠা করেন?
উঃ- জয়প্রকাশ নারায়ণ
9) নাদির শাহ ভারত আক্রমণ করেন?
উঃ- মহম্মদ শাহ এর আমলে।
10) কে সবরমতী আশ্রম প্রতিষ্ঠা করেন?
উঃ- গান্ধীজি (১৯১৬)
11)কাকে স্বাদেশিকতার ধর্মগুরু বলে অভিহিত করা হয়?
উঃ- বঙ্কিমচন্দ্রকে.
12)ভারতের জাতীয় সংগীত "জন-গণ-মন" কোন অধিবেশনে প্রথম গাওয়া হয়?
উঃ- ১৯১১ সালে কোলকাতা অধিবেশনে.
13)ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম ইংলিশ প্রেসিডেন্ট কে ছিলেন?
উঃ- জর্জ উইল
14) সুভাষচন্দ্র বসু ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রেসিডেন্ট হয় কবে?
উঃ- ১৯৩৮ সালে হরিপুরা অধিবেশনে
15)বন্দেমাতরম পত্রিকার প্রতিষ্ঠাতা কে?
উঃ- অরবিন্দ ঘোষ
16)জাবতী প্রথা প্রবর্তন করেন কে?
উঃ- ১৫৮২ খ্রীঃ এ টোডরমল।
17) আলমগীর বাদশাহ গাজী উপাধি ধারণ করেন?
উঃ- ঔরঙ্গজেব
18) সম্রাট আকবরের শেষ বিজয় কোনটি?
উঃ- আসীরগড় দূর্গ.
19) দাগ ও হুলিয়া ব্যবস্থা প্রবর্তন করেন?
উঃ- আলাউদ্দিন খলজী
20) ফা-হিয়েন ভারতে আসেন?
উঃ- দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়ে.
21)চরক কোন যুগের চিকিত্সক ছিলেন?
উঃ- কুষান যুগের.
22) দশকুমারচরিত এর রচয়িতা কে ছিলেন?
উঃ- দন্ডিন।

Comments

Popular posts from this blog

Gk

                                 উত্তম মন্ডল [4/28, 9:10 AM] ‪+91 98510 42829‬: গান্ধী হত্যাকারী নাথুরাম গডসের কিছু জবানবন্দী :- ********************************************** পাঞ্জাবের অম্বালা কারাগারে নাথুরাম গডসে এবং নারায়ন আপ্তেকে ফাঁসিতে ঝোলানো হয়েছিল ১৫ই নভেম্বর, ১৯৪৯ খ্রীস্টাব্দে। মৃত্যুর সময় তারা উচ্চারন করেছিল, "অখণ্ড ভারত অমর রাহে, বন্দেমাতরম।" বিচারপতি জি.ডি. খোসলা ভেবেছিলেন নাথুরাম উচ্চতর আদালতে আত্মপক্ষের সমর্থনে আবেদন করবেন কিন্তু জবানবন্দী দেবার পরে নাথুরাম গডসে কোন অবেদন করেন নি। ৩০২ ধারায় তাকে দোষী সাব্যস্ত করা হয়। গান্ধী হত্যার পরে নাথুরাম গডসেকে আদালতে তুলে প্রধান বিচারপতি জি.ডি খোসলা আত্মপক্ষ সমর্থনের জন্য কিছু বলতে বলেন। প্রায় একসপ্তাহ ধরে চলেছিল এই বিচার পর্ব। গান্ধীজীকে হত্যার পেছনে একটা দুটো নয় অন্ততপক্ষে ১৫০ টা কারন দেখিয়ে ছিলেন নাথুরাম গডসে। নাথুরামের যুক্তি শুনে প্রধান বিচারপতি সহ আদালতে উপস্থিত ব্যক্তিবর্গ আশ্চর্যচকিত হয়ে গেছিলেন। শেষে বিচারপতি খোসলা বলেন, "আদালতে নাথুরামের জবানবন্দী সবচেয়ে আকর্ষনের জিনিস ছিল। আমি যদি উপস্থিত ব্যক্তিবর্

Human body and history 100 questions

ইতিহাসের  50 টি গুরুত্বপূর্ণ প্রশ্ন 1. ভারতের লৌহমানব নামে পরিচিত ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। 2. গোয়া ভারতের অন্তর্গত হয় 1961 সালে। 3. জে এন চৌধুরীর নেতৃত্বে অপারেশন বিজয় শুরু হয় গোয়ায়। 4. ব্রিটিশ ভারতে দেশীয় রাজ্যের সংখ্যা ছিল 601টি। 5. ভারতের বৃহত্তম দেশীয় রাজ্য ছিল হায়দ্রাবাদ। 6. "The Marginal Man" বা :"প্রান্তিক মানব"- গ্রন্থের লেখক হলেন প্রফুল্ল চক্রবর্তী। 7. "Train to Pakistan"- গ্রন্থের লেখক হলেন খুশবন্ত সিং । 8. রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয় 1953 সালে। 9. দেশীয় রাজ্য ছিল না বোম্বে। 10. "The Discovery of India" গ্রন্থের লেখক হলেন জওহরলাল নেহেরু। 11. অন্ধ্রপ্রদেশ রাজ্য গঠিত হয় 1953 সালে। 12. স্বাধীন ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্য হল অন্ধ্রপ্রদেশ। 13. রাজ্য পুনর্গঠন কমিশনের সভাপতি ছিলেন ফজল আলী। 14. রাজ্য পুনর্গঠন আইন পাস হয় 1956 সালে। 16. জুনাগড় ভারতের অন্তর্গত হয় 1949 সালে। 17. "ছেড়ে আসা গ্রাম"- গ্রন্থের রচয়িতা হলেন দক্ষিনারঞ্জন বসু। 18. ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন ডঃ রাজেন্দ্র প্রসাদ। 19. "উদবাস্তু&q

ভারতের উল্লেখযোগ্য নদী গুলির উৎপত্তিস্থল এবং ইম্পরট্যান্ট ন্যাশনাল পার্ক

ভারতের প্রধান নদনদী ভারতের প্রধান নদনদী♡ ~~~~~~~~~~~~~~~~~~                      ●সিন্ধু●                       """""""""" •মোট দৈর্ঘ্য-2880 কিমি,ভারতে 709কিমি •উৎপত্তিস্থল-তিব্বতের মানস সরোবরের নিকট সিন কা বাব নামক জলধারা,লাদাখের কাছে দিয়ে ভারতে প্রবেশ •উপনদী-শতুদ্র,বিপাশা,বিতস্তা,চন্দ্রভাগা,ইরাবতী,চেনা •পতিত হয়েছে-আরব সাগর               ●গঙ্গা(ভারতের দীর্ঘতম)●                 """""""""""""""""""""""""""'""" •মোট দৈর্ঘ্য-2510 কিমি, ভারতে 2017 কিমি •উৎপত্তিস্থল-কুমায়ুন হিমালয়ের গঙ্গোত্রি হিমবাহের গোমুখ গুহা •বামতীরের উপনদী-রামগঙ্গা,গোমতী,ঘর্ঘরা,গন্ডক,কোশী •ডানতীরের উপনদী-যমুনা ও শোন •পাশে অবস্থিত-হরিদ্বার;কানপুর,এলাহাবাদ,বারানসী,পাটনা,ভাগলপুর,কলকাতা(হুগলী নদী) •মুর্শিদাবাদের ধুলিয়ানের কাছে  ভাগ হয়েছে •অলকানন্দা ও ভাগিরথী মিলেছে দেবপ্রয়াগে •পতিত হয়েছে-বঙ্গোপোসাগরে