Skip to main content

রোগ মনে রাখার সূত্র

♦ ব্যকটেরিয়াজনিত রোগ ♦
[ টগনি মিআ যদি ধোকা খায় ?  ]
_________________________________________
১.ট----টাইফয়েড
২.গ----গনোরিয়া
৩.নি---নিউমোনিয়া (ফুসফুস)
৪.মি----মেনিনজাইটিস
৫.আ----আমাশয়
৬.য----যক্ষা
৭.দি----ডিপথেরিয়া (গলা )
৮.ধো----ধনুষ্টংকার
৯.কা----কলেরা,কাশি(হুপিং),কুষ্ঠ

♦ ভাইরাসজনিত রোগ ♦
[ এই পলির মা, হারজিত হবে কি হেডে ? ]
_____________________________________________
১..এ---এইডস(HIV)
২..ই----ইনফ্লুয়েঞ্জা (বায়ুবাহিত রোগ)
৩.পলি--পোলিও
৪..র----রানীক্ষেত (মুরগির)
৫..মা----মাম্পস
৬.হার----হার্পিস
৭..জি-----জলাতঙ্ক
৮.হ-------হাম
৯.বে----বসন্ত
১০. হে-----হেপাটাইটিস(জন্ডিস-যকৃৃত/লিভার)
১১.ডে-----ডেঙ্গু(


 IMPORTANT DYNASTIES IN INDIAN HISTORY
MAURYAN EMPIRE.............. 322 BC - 185 BC
Chandragupta Maurya...........BC 322 - 297 BC
Bindusara..............................297 BC - 274 BC
Ashoka.................................274 BC - 237 BC
KUSHANA EMPIRE.............. 20 AD - 225 AD
Kanishka...............................78 AD - 120 AD
Gupta Empire........................320 AD - 606 AD
Chandragupta I....................320 AD - 330 AD
Samudra Gupta.....................330 AD - 380 AD
Chandra Gupta II..................380 AD - 413 AD
VARDHANA DYNASTY......580 AD - 647 AD
Harsha Vardhana..................606 AD - 647 AD
SLAVE DYNASTY........... 1206 AD - 1290 AD
Qutubuddin Aibak..................1206 - 1210 AD
Ilthumish................................1210 - 1236 AD
Raziya Sulthana......................1236 - 1240 AD
Balban....................................1266 - 1286 AD
KHILJI DYNASTY................ 1290 - 1320 AD
Alauddin Khilji.......................1296 - 1316 AD
TUGHLAQ DYNASTY.......... 1320 - 1412 AD
Muhammed Bin Tughlaq.........1325 - 1351 AD
LODHI DYNASTY................ 1451 - 1526 AD
Ibrahim Lodi............................1517 -1526 AD
MUGHAL EMPIRE...... 1526 - 1540, 1555-1857
Babar.....................................1526 - 1530 AD
Humayun.................1530-1540, 1555-1556 AD
Akbar.....................................1556 - 1605 AD
Jahangir.................................1605 - 1627 AD
Shahjahan................................1628-1658 AD
Aurangazeb............................1658 - 1707 AD
Bahadurshah II.......................1837 - 1857 AD

Comments

Popular posts from this blog

Gk

                                 উত্তম মন্ডল [4/28, 9:10 AM] ‪+91 98510 42829‬: গান্ধী হত্যাকারী নাথুরাম গডসের কিছু জবানবন্দী :- ********************************************** পাঞ্জাবের অম্বালা কারাগারে নাথুরাম গডসে এবং নারায়ন আপ্তেকে ফাঁসিতে ঝোলানো হয়েছিল ১৫ই নভেম্বর, ১৯৪৯ খ্রীস্টাব্দে। মৃত্যুর সময় তারা উচ্চারন করেছিল, "অখণ্ড ভারত অমর রাহে, বন্দেমাতরম।" বিচারপতি জি.ডি. খোসলা ভেবেছিলেন নাথুরাম উচ্চতর আদালতে আত্মপক্ষের সমর্থনে আবেদন করবেন কিন্তু জবানবন্দী দেবার পরে নাথুরাম গডসে কোন অবেদন করেন নি। ৩০২ ধারায় তাকে দোষী সাব্যস্ত করা হয়। গান্ধী হত্যার পরে নাথুরাম গডসেকে আদালতে তুলে প্রধান বিচারপতি জি.ডি খোসলা আত্মপক্ষ সমর্থনের জন্য কিছু বলতে বলেন। প্রায় একসপ্তাহ ধরে চলেছিল এই বিচার পর্ব। গান্ধীজীকে হত্যার পেছনে একটা দুটো নয় অন্ততপক্ষে ১৫০ টা কারন দেখিয়ে ছিলেন নাথুরাম গডসে। নাথুরামের যুক্তি শুনে প্রধান বিচারপতি সহ আদালতে উপস্থিত ব্যক্তিবর্গ আশ্চর্যচকিত হয়ে গেছিলেন। শেষে বিচারপতি খোসলা বলেন, "আদালতে নাথুরামের জবানবন্দী সবচেয়ে আকর্ষনের জিনিস ছিল। আমি যদি উপস্থিত ব্যক্তিবর্

Human body and history 100 questions

ইতিহাসের  50 টি গুরুত্বপূর্ণ প্রশ্ন 1. ভারতের লৌহমানব নামে পরিচিত ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। 2. গোয়া ভারতের অন্তর্গত হয় 1961 সালে। 3. জে এন চৌধুরীর নেতৃত্বে অপারেশন বিজয় শুরু হয় গোয়ায়। 4. ব্রিটিশ ভারতে দেশীয় রাজ্যের সংখ্যা ছিল 601টি। 5. ভারতের বৃহত্তম দেশীয় রাজ্য ছিল হায়দ্রাবাদ। 6. "The Marginal Man" বা :"প্রান্তিক মানব"- গ্রন্থের লেখক হলেন প্রফুল্ল চক্রবর্তী। 7. "Train to Pakistan"- গ্রন্থের লেখক হলেন খুশবন্ত সিং । 8. রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয় 1953 সালে। 9. দেশীয় রাজ্য ছিল না বোম্বে। 10. "The Discovery of India" গ্রন্থের লেখক হলেন জওহরলাল নেহেরু। 11. অন্ধ্রপ্রদেশ রাজ্য গঠিত হয় 1953 সালে। 12. স্বাধীন ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্য হল অন্ধ্রপ্রদেশ। 13. রাজ্য পুনর্গঠন কমিশনের সভাপতি ছিলেন ফজল আলী। 14. রাজ্য পুনর্গঠন আইন পাস হয় 1956 সালে। 16. জুনাগড় ভারতের অন্তর্গত হয় 1949 সালে। 17. "ছেড়ে আসা গ্রাম"- গ্রন্থের রচয়িতা হলেন দক্ষিনারঞ্জন বসু। 18. ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন ডঃ রাজেন্দ্র প্রসাদ। 19. "উদবাস্তু&q

ভারতের উল্লেখযোগ্য নদী গুলির উৎপত্তিস্থল এবং ইম্পরট্যান্ট ন্যাশনাল পার্ক

ভারতের প্রধান নদনদী ভারতের প্রধান নদনদী♡ ~~~~~~~~~~~~~~~~~~                      ●সিন্ধু●                       """""""""" •মোট দৈর্ঘ্য-2880 কিমি,ভারতে 709কিমি •উৎপত্তিস্থল-তিব্বতের মানস সরোবরের নিকট সিন কা বাব নামক জলধারা,লাদাখের কাছে দিয়ে ভারতে প্রবেশ •উপনদী-শতুদ্র,বিপাশা,বিতস্তা,চন্দ্রভাগা,ইরাবতী,চেনা •পতিত হয়েছে-আরব সাগর               ●গঙ্গা(ভারতের দীর্ঘতম)●                 """""""""""""""""""""""""""'""" •মোট দৈর্ঘ্য-2510 কিমি, ভারতে 2017 কিমি •উৎপত্তিস্থল-কুমায়ুন হিমালয়ের গঙ্গোত্রি হিমবাহের গোমুখ গুহা •বামতীরের উপনদী-রামগঙ্গা,গোমতী,ঘর্ঘরা,গন্ডক,কোশী •ডানতীরের উপনদী-যমুনা ও শোন •পাশে অবস্থিত-হরিদ্বার;কানপুর,এলাহাবাদ,বারানসী,পাটনা,ভাগলপুর,কলকাতা(হুগলী নদী) •মুর্শিদাবাদের ধুলিয়ানের কাছে  ভাগ হয়েছে •অলকানন্দা ও ভাগিরথী মিলেছে দেবপ্রয়াগে •পতিত হয়েছে-বঙ্গোপোসাগরে